১,আজ থেকে সাড়ে ৩ বছ্র আগে,আমি যখন অনেক ওয়াসোয়াসায় ভুগতাম,একবার চিন্তা করছিলাম যদি আমার স্ত্রীর তালাক হয় তাহলে আমার কি হবে,এভাবে চিন্তা করতে করতে ঠোট নাড়িয়ে স্পষ্ট ভাবে তালাকের কথা বলেছি,তবে তা কানে পৌছান মত জোরে উচ্চারণ ছিল না।যাস্ট ঠোট নাড়ানো।আর এতে নিয়ত ও ছিল না,শুধু ভাবছিলাম যদি তালাক হয় তবে আমার কি হবে হায়! এসব ভাবতে ভাবতে ভুলে বলে ফেলেছি,আসলে মানুষ যা চিন্তা করে অনেক সময় সেটা মুখ নাড়িয়ে বলে( কিন্তু তা কানে শোনা যায়না এমনকি মুখের কাছে কান নিলেও হয়ত শোনা যাবেনা)এভাবেই বলেছি।। এতে কি তালাক হবে? আমার ধারণা ঠোট ও অত ভালভাবে নড়েনি। হাত মুঠ করে মুখের মধ্যে একটু ঢুকিয়ে ভাবছিলাম তখন এমন হয়েছে।
২, যদি এভাবে তালাক দেয়া হয় মুখ দিয়ে কিন্তু শুধু ঠোট নাড়িয়ে কিন্তু কোনো শব্দ উচ্চারণ কানে আসেনা,তাহলে কি তালাক হবে?