প্রশ্ন ১)আমি দোকানে কাজ করা অবস্থায় স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম ।স্ত্রী জিজ্ঞেস করে দোকানের মালিক কোথায়। আমি বলি একটু আগে ছিল দোকানে ,এখন নাই ,একটু আগে বের হয়ে গেছে।দোকানের মালিকের কথা বলছিলাম সাধারন কথা।এবং আমার ওয়াসওয়াসা রোগের কারনে আমি মনে মনে বলি আমার কোন নিয়ত নেই। মনের মধ্যে কেনায়া বাক্যের সন্দেহে মনে মনে চিন্তা আসতেছিল এর দারা তালাক হয়ে যাবে এইরকম আরো কিছু চিন্তা আসছিল সঠিক কোন চিন্তাটা এসেছিল তখন মনে নেই। এই রকম চিন্তা কিছুটা আসার সাথে সাথেই আমি মনে মনে বলি আমার কোন নিয়ত নেই। এবং অন্য চিন্তায় মগ্ন থাকার চেষ্টা করি। এখন ভয় হচ্ছে এর কারনে কোন সমস্যা হবে কিনা?
২) এক জায়গায় কেনায়া বাক্য নিয়ে প্রশ্ন করি ফোনে এবং একটা ভয়েস মেসেজ পাঠাই। সেখানে আমি নিয়তের কথা উল্লেখ করতে গিয়ে , "মনে হয়না কোন নিয়ত ছিল" বলতে গিয়ে ভূলে বলে ফেল " মনে হয় কোন নিয়ত ছিল"। পরে ভয়েস মেসেজ টা কেটে নতুন করে আবার ভয়েস মেসেজ দেই। ভূল বলার কারনে কোন সমস্যা হবে কিনা?