জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ
আল্লাহ তাআলা খিমার পরিধান করা ব্যতীত কোন প্রাপ্ত বয়স্কা নারীর নামাজ কবুল করেন না। (সুনান আবু দাউদ ৬৪১)
ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ
মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নামাজ পড়া অবস্থায় যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো গায়ের মাহরাম দেখে ফেলে, তাহলে এর দরুন নামাজ ভেঙ্গে যাবেনা।ওই নামাজ পুনরায় আদায় করতে হবেনা।
তবে নামাজরত অবস্থায় মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই যেহেতু সতর,তাই সতরের অন্তর্ভুক্ত কোনো অঙ্গ যেনো প্রকাশ না পায়।
(০২)
ঐ টাকা যদি সূদি টাকা হয়ে থাকে,সেক্ষেত্রে সূদী কাজে সহযোগিতার গুনাহ আপনার হবে।
আর যদি সেটি সুদের টাকা না হয়,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার গুনাহ হবেনা।