বিসমিহি তা'আলা
সমাধানঃ-
(১)
কুরআনে কারীম পড়া শেষে নির্দিষ্ট কোনো দু'আ নেই।তবে কেউ চাইলে সে যেকোনো দু'আ করতে পারবে।
সেজদার আয়াত পড়লে সেজদা দিতে হবে।তখন সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়।
(২)কুরআনে কারীম পড়ার সময়ে যদি কোনো ভূল হয়ে যায়,তাহলে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো দু'আ অবশ্য নেই।তবে হ্যা ইস্তেগফার পড়া যেতে পারে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.