আসসালামু আলাইকুম,
উল্লেখ :গত আনুমানিক ১৫ রমাদ্বানে আমাদের যাকাত দেয়া হয়েছিল।
১)আমরা জানি, ১ বছর যাবত নিসাব পরিমাণ সম্পদ জমা থাকলে যাকাত দিতে হয়।এখন আমার প্রশ্ন,আমার স্বামী প্রতিদিন যেই কাজ করে তা হিসাবের খাতায় জমা থাকে,উনাকে চাঁদ রাতে হিসাব বোঝিয়ে দেয়া হয় ক্যাশে।
ঐ দিন যাদের কাছে টাকা পাওনা হয় উনারা সম্পুর্ন টাকা দেয় না।কিছু ডিস্কাউন্ট নিয়ে কম টাকা ক্যাশে দিয়ে দেয়।
এক্ষেত্রে আমার যাকাতের হিসাব টা কিভাবে হবে? সারা বছর যে টাকা কাজ করেছে সেটা তো চাঁদ রাতে পায়।তাহলে কোন কোন সম্পদ যাকাতের হিসাবে আসবে?
২)উনি প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা অন্য একজনকে ধার দিয়েছে প্রায় ৮ মাস আগে ।ঐ টাকার যাকাত ও কি আসবে? যা উনারা কবে পরিশোধ করবে তার সম্ভাবনা জানা নেই তা কয়েকমাস পর ও হতে পারে।