আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।
আমি অনলাইনে একটা পেইজ থেকে ফার্স্টটাইম একটি ক্রীম,বাদাম আর অর্ডার দেই।বলা হয়েছিল বাদাম ২ টা জারে দেয়া হবে।কিন্তু অর্ডার রিসিভ করে নিয়ে আসার পর দেখি,১ জারে বাদাম দেয়া আর ক্রীম দেয়া হয়নি।জানানোর পর বলেছে বাদাম ১ টা জারেই দুটো দিয়েছে।আর ক্রীম ও দিয়েছে। আমি ক্রীম পাই নি বলার পর বলেছে ডেলিভারি ম্যানের সামনে চেক করিনি কেন?এটা উনারা এখন বিশ্বাস করবে না। আমি তো তখন চেক করিনি, আর এমনটা হবে ভাবিই নাই।আর উনাদের বিশ্ব্যস্ততা সম্পর্কেও আমার কোনো ধারণা নেই,তাই প্রতারক ভেবেছি।আর অত্যন্ত কষ্ট পেয়ে ধৈর্য হারিয়ে হক আদায়ের জন্য বলেছি, "আল্লাহর কাছেই বিচার দিলাম যেহেতু আমার কাছে কোনো সাক্ষী নাই,এবং এই ব্যবসাকে আল্লাহ ধ্বংস করুন যারা মানুষের বিশ্বাসকে ধোঁকা দিয়ে ব্যবসা করে"। এটা বলার পর টাকা টা ফেরত দিয়েছে এবং বলেছে," আপনার নামেও বদদোআ করতে থাকবো যে, আপনার অসতর্কতার জন্য আমার লস হলো"।
পরে এটা শুনে বলেছি আমার টাকাই লাগবে না হক দিয়ে গিয়ে হকদ্বারের নামেই বদদোআ!কিন্তু তারপরেও দিয়েছে। এরপর আমি মেসেজ দিয়ে আমার কথাবার্তার জন্য মাফ চেয়েছি এবং বলেছি আমি বদদোআ উঠিয়ে নিয়েছি,,আমাকেও মাফ করে দিন আল্লাহর ওয়াস্তে। উনি কিছু বলেননি।
এখন আমার প্রশ্ন হলো, এই বদদোআ কি আমার উপর পড়বে?
যদি পড়ে,তাহলে না পড়ার জন্য কি করতে পারি?টাকা তো ফেরত নিবে না , সেক্ষেত্রে কি সাদাকা করে দিবো?