ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
এক্ষেত্রে স্পষ্ট আকারে কোনো দোয়া বা আমল পাইনি।
সাধারণত রোগ থেকে মুক্তির যেসব দোয়া আছে,সেগুলো আপনার মেয়েকে পরবেন বলবেন।
সুরা ফাতেহা বেশি বেশি পড়তে বলবেন,আপনিও সুরা ফাতেহা পড়ে তার শরীরে ফুক দিবেন।
আপনার মেয়ে আল্লাহর কাছে একান্ত মনে এ দোয়া করা করতে পারেনঃ-
উচ্চারণ : ‘রাব্বি যিদনি ইলমা।’
অর্থ : ‘হে আমার প্রভু! আমার জ্ঞান (মুখস্ত বা স্মরণ শক্তি) বাড়িয়ে দিন।’
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
وَيَسِّرْ لِي أَمْرِي
এবং আমার কাজ সহজ করে দিন।
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
يَفْقَهُوا قَوْلِي
যাতে তারা আমার কথা বুঝতে পারে।
(সীরা ত্বাহা-২৫--২৮)
প্রত্যেক ফরয নামাযের পর এবং প্রত্যেক সকাল সন্ধা আপনার মেয়ে এই দু'আ পড়বেন।
বৈধ কোনো রুকইয়াহ কারীর নিকটে যেতে পারেন।
(০২)
এই ব্যপারে নির্দিষ্ট কোনো আমল কুরআন হাদীসে পাইনি।
বৈধ কোনো রুকইয়াহ কারীর নিকটে যেতে পারেন।