বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাই বলব হাটাহাটি করাটা একটি জরুরত পর্যায়ের বিষয়।পবিত্রতা অর্জন করার একটি সুক্ষ্ম পদ্ধতি।
যা ওয়াজিব বা জরুরী কিছু নয়।তবে ভালভাবে পবিত্রতা অর্জন করা কিন্তু ওয়াজিব। তা যেভাবেই হোক না কেন।(শেষ)
শুধুমাত্র টিস্যু ব্যবহার করে কি পবিত্রতা অর্জন করা যাবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2151
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু পেশাব এমন বস্তু। যার ছিটা শরীরে লাগলে কবরের আযাব হয়ে থাকে। আর হাদীসেও লজ্জাস্থানকে ঝেড়ে পবিত্র করার কথা এসেছে। তাই যাদের পেশাব করার পর পেশাবের ছিটা ফোটা ফোটা করে পড়ে, তাদের উচিত যেকোনো ভাবে পেশাব থেকে বেছে থাকা। প্রয়োজনে কিছুক্ষণ হেটে ও তা থেকে নিজেকে পবিত্র করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5917
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি সাধারণত নামাযের সময় বাহিরে কোথাও যাবেন না, অথবা গেলে কাপড়ের ব্যবস্থা করে যাবেন।যদি কখনো হটাৎ এমন কোনো জায়গা গিয়ে পৌছেন, এবং কাপড়ের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ওয়াক্তের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরও নতুন কাপড় পাওয়া না গেলে তখন উক্ত কাপড় দ্বারা নামায পড়ে নিবেন এবং পরবর্তীতে নামাযকে দোহড়িয়ে নিবেন।