আজ বিতর নামাজের ২য় রাকাতে ২য় সিজদার পর বৈঠকে না বসে উঠে দাঁড়িয়ে যাচ্ছিলাম, মাত্র হাঁটু উপরে তুলছিলাম এমন সময় মনে পড়লো ২য় রাকাতের পর বৈঠকের কথা। কিন্তু আমি দাঁড়িয়ে গেছি। আসলে মাথায় আসলেও তৎক্ষনাৎ বুঝে উঠতে পারিনি কি করবো। দাঁড়ানোের ভঙ্গিতে ছিলাম তাই দাঁড়িয়ে গেছি। তাই হয়তো এটা বলা যায় যে, আমি ইচ্ছে করে দাঁড়িয়ে গেছি। কিন্তু আমার তো দাঁড়ানোর নিয়ত ছিলোনা। আমি ভুলে গেছি। ভুল করে দাঁড়ানোর ভঙ্গিতে ছিলাম বলে দাঁড়িয়ে গেছি।
শেষে সাহু সিজদা করে নামাজ শেষ করেছি। আমার নামাজ কি হয়েছে? এভাবে মনে পড়ার পরও না বসার কারনে কি গুনাহগার হবো?