১।আমি ঠিক করেছিলাম যে কখনো কোন ভিডিওতে হাত আসলেই সেটা ইড়িয়ে যাবো।আমি ইউটিউব এ গিয়েচিলাম।একটা পর্যায়ে মনে হলো হয়তো একটা ভিডিওতে হয়তো হাত এসেছে,কিন্তু আমি পুরোপুরি দেখতে ভালোবাবে তাকালাম।যদিও আমি জানি না সেটা পুরুষের হাত নাকি মহিলার।এই পুরুষ মহিলার ব্যপারটা থেকে সুরক্ষিত থাকার জন্যই সেি সৃবিদ্বান্ত নিয়েছিলাম,হাত মনে হলেই আর তাকাবো না।কিন্তু নিজের সিদ্বান্ত নিজে ডিঙিয়ে আমি পুরোপুরি হাত দেখতে চেষ্টা করি।এতে কি গুনাহ হবে?কেননা আমি তো সেইফ থাকার জন্য একটা সিদ্বান্ত নিয়েছলাম,যেটা নিজেই মানিনি।
২।অনেক সময় রাস্তাঘাটে গান বাজে।কিংবা আমি ডাইনিং রুমে খাইতে গেলে টিভিতে গান বাজে যেটা কানে আসে।এসব শোনার আমার ইচ্ছা নাই।কিন্তু পরিবারের সামনে ঐভাবে সরে আসতে পারি না বা অন্য ব্যবস্থা নিতে পারি না।এসব গান বাজনা কানে আসলে কি গুনাহ হবে?
৩। ওজুর সময় মুখমন্ডল ধৌত করার সময়, কিছু আতিরিক্ত চুল সামনে মুখমন্ডলের এলাকায় এগিয়ে এসে থাকে, এই অতিরিক্ত চুল যদি খুব বেশি ঘন না হয়, চামড়া হালকা দেখা যায়, তাহলে কি চুলের গোড়ায় পানি পৌছাতে হবে?