বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
ইশার নামায পড়া অবস্থায় আপনার গর্ভপাত হয়েছে।এর পরও আপনি নামায পড়েছেন,আপনি নামায হয়নি।উক্ত নামাযকে কা'যা করতে হবে।
গর্ভপাত পরবর্তী বিধান কি?
সে সম্পর্কে আমরা
1570 নং ফাতাওয়ায় উল্লেখ করেছি,
যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে।(আহসানুল ফাতাওয়া-২/৭১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
গর্ভপাত পরবর্তী যদি তিনদিনের বেশী ও দশদিনের কম রক্তপাত হয়,তাহলে এ সময় হায়েয হিসেবে গণ্য হবো।সুতরাং হায়েয শেষ হওয়ার পর ইশার নামাযকে কা'যা করবেন।