বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মিউজিক স্পষ্টত হারাম।এটা আমরা সবাই জানি।এর জন্য কোনো দলীলের প্রয়োজন নাই।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রান্নার রেসিপি দেয়ার উদ্দেশ্য যদি থাকে,অন্যকে উপকার পৌছানো,তাহলে এক্ষেত্রে কয়েকটি শর্তে অনুমোদন দেয়া যেতে পারে,(ক)মিউজিক থাকতে পারবে না।(খ)নারী দৃশ্যপট থাকতে পারবে না।(গ)ফিতনার আশংখার ধরুণ নারীকন্ঠও থাকতে পারবে না।(ঘ) খোলামেলা কোনো দৃশ্যায়ন তাতে থাকতে পারবে না।আর যদি এডসেন্স ইনকামের জন্য ইউটিউব চ্যানেল খুলা হয়ে থাকে,তাহলে তাকওয়ার দাবী হল,এমন ইনকামে জড়িত না হওয়া।আল্লাহ আমাদের সবাইকে সঠিক জিনিষ বোঝার ও সে অনুযায়ী আ'মল করার তাওফিক দান করুক।আমীন।বিস্তারিত জানুন-
2545
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ব্যাক গ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে,তাই এটা দেখা জায়েয হবে না।তাছাড়া নারীদৃশ্য থাকলে পুরুষের জন্য দেখাও জায়েয হবে না।