আসসালামু আলাইকুম জনাব.
আমি আগে বলতে চেয়েছিলাম যে আমাদের আমেরিকার কাজ হয়েছে পরিবারসহ, আমার একজন খালা তিনি দীর্ঘ বছর ধরে আমাদের আমেরিকার এপ্লাই করে রেখেছেন এখন অবশেষে আমরা খুব শীঘ্রই হয়তোবা ভিসা পেয়ে যাব আমেরিকাতে যাওয়ার জন্য. ইনশাআল্লাহ.
এখন আমেরিকাতে যাওয়ার উদ্দেশ্য
ইসলামিক দাওয়াতি কাজের জন্য
নয় বরঞ্চ একটি উন্নত জীবনযাপন করার জন্য যাওয়া (অবশ্য ইচ্ছা আছে ভবিষ্যতে আল্লাহতালা তৌফিক দান করলে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার এবং পড়াশোনা করার, ইনশাআল্লাহ).
আমি যখন ছোট ছিলাম তখন আমেরিকাতে যাওয়ার এপ্লাই এর কাজটি শুরু হয়েছিল. এটা আমার পরিবারের সিদ্ধান্ত এখানে আমার কিছু করার নেই. বিদেশে যাওয়ার জন্য আমরা এত বছর অপেক্ষা করেছি সেজন্য বাংলাদেশ আমরা কোন ধরনের আর্থিকভাবে কোন কিছুর সেটেলমেন্ট করিনি.
এখন বিয়েটা আমার জন্য করা অত্যন্ত জরুরি এবং আবশ্যক তাই আমি জানতে চাই আমি কি আমার বিয়েটা গোপন রেখে এম্বেসিতে অবিবাহিত হিসেবে পরিচয় দিতে পারি যাতে করে আমার আমেরিকার কাজটা সহজ ভাবে হয়ে যায়. আর এতে আমার অনেক উপকার হবে এবং দ্বীনের দিক থেকে আমার অনেক উপকার হবে
কারণ এটা আবশ্যক দ্বীনের কথা মাথায় রেখেই এত এত তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে.
আর ইনশাল্লা বিদেশের আমি আমার হাজবেন্ডের সাথেই থাকব.
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিয়েটা করার মাধ্যমে আমি বাইরে দেশে কোন হারাম কাজ করতে চাই না আমি যাতে সহজে আমার হাজবেন্ডের কাছে হেফাজতে থাকতে পারি.
পরিবারের কথা ভেবে এবং এতদিন অপেক্ষা করার জন্য আমি এক ধরনের বাধ্য হয়েই আমেরিকাতে যাব কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে আমি এমেরিকাতে গিয়ে আমার ভবিষ্যৎ হাজব্যান্ড যিনি আছেন তিনি এখন বর্তমানে যে দেশে অবস্থান করছেন সেখানে চলে যাওয়া এ ছাড়া আমার আর কোনো উপায় নেই. তাই আমার এই জরুরি পরিস্থিতিতে আমি কি এম্বেসীতে আমার বিয়েটা লুকাতে পারবো কিনা..?
জনাব, আমার জন্য তো একা দেশে থাকা সম্ভব না বা আমার ভবিষ্যৎ হাজব্যান্ড যিনি তার জন্য দেশে আসা এখন সম্ভব না তাই আমাকে একটা সিদ্ধান্ত জরুরি পরিস্থিতিতে নিতেই হবে.
এখন জনাব, আমি জানতে চাই আমার জন্যে এই মিথ্যে কথাটা গুনাহের কাজ হবে কিনা বা জায়েজ হবে কিনা?
*পরিশেষে এটা বলতে চাই যে আমার কাছে দ্বীনের উপরে দুনিয়া কখনই নয় তাই আমার জন্য এই মিথ্যাটা যদি হারাম হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি যেটা ইসলাম বলবে সেটাই গ্রহণ করব তা সেটা যতই কঠিন হোক আমার পক্ষে.