১.স্বামী যদি স্ত্রীকে তালাকের মজলিসে এ কথাগুলো বলে, তোমার সাথে দুরত্ব সৃষ্টি হয়ে যাবে,সম্পর্কে ফাটল ধরে যাবে,আমাদের মাঝে দুরত্ব হয়ে যাবে একথাগুলো কোনোটা বলার কারণে কি তালাক হবে?? এগুলো কেনায়া তালাকের শব্দ
২. স্বামী কোনো একটা ব্যাপারে স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকায় বলছে, তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিছি এরকমটা ভাবলে ভুল করবা/ তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিছি এরকমটা ভেব না/তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিই নি
এখানে যে ৩ টা বাক্য উল্লেখ করেছি এর মধ্যে ছেড়ে দিছি বলার কারনে কোনো একটা বাক্য বলাতে কি তালাক হবে??
৩.তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিছি এখানে ছেড়ে দিছি শব্দের সাথে আরো কিছু কথা বলছে যেটা স্ত্রী মনে করতে পারছে না কি বলছে।এমতাবস্থায় সে কি ধরে নিবে??আসলে স্ত্রী অনেক কিছুই ভুলে যায় আর সময় সময় শিওর জিনিস নিয়েও সন্দেহে পড়ে যায়।
৪.২ নং প্রশ্নে স্বামী উক্ত বাক্যগুলোর মধ্য থেকে কোনটা বলছে ও তোমাকে অনেক ছাড় দিয়েছি এটা বলার পর ঐ বাকি অংশটুকু আসলে কি বলছে এটা নিয়ে স্ত্রী সন্দেহ হচ্ছে।এমনিতেই স্ত্রী তালাকের নিয়ে খুব চিন্তায় থাকে।এখন স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে যদি ঠিকমতো বলতে না পারে সংসারে ঝামেলা হয় এমতাবস্থায় উক্ত স্ত্রী কি করবে?? স্বামীকে কি জিজ্ঞেস করবে??
৫.তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিছি যদি শুধু এতটুকু বলে এতে কি তালাক হবে??