আসসালমুআলাইকুম সায়েখ। আমি কখনো হুরমত সম্পর্কে জানতাম না, কিছুদিন আগে জানার পর আমার মাথা ঘুরে গিয়েছে । আমার জীবনের কিছু ঘটনা যা আমার মনের মধ্যে অস্তিরতা সৃষ্টি করছে।
হুজুর আমার বিষয় টা কষ্ট করে পড়ে আমাকে সাহায্য করবেন।
১. আমি ক্লাস ১১ তে যখন পড়তাম , আমি হোস্টেলে থাকতাম । সেই সময় আমার সমস্ত শরীরে চুলকানি সৃষ্টি হয়। কঠিন চুলকানি সৃষ্টি হয়েছিল, এমনকী আমার লিঙ্গে ( লজ্জাস্থানে) ঘাঁ বা ক্ষত সৃষ্টি হয়েছিল , আমার বাবা একজন গ্রামীণ ডক্টর , তিনি আমাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন কিন্তু ঠিক হয়নি দিয়ে হোস্টেল থেকে ছুটি নিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল । বাড়ি গিয়ে মা আমার শরীর এর চুলকানি দেখে । এবং আমার লজ্জাস্থানের ক্ষত দেখতে চাই , আমি লজ্জা পেয়ে মানা করেছিলাম কিন্তু মা কোনো রকম কথা না শুনে আমার লজ্জার কথা না ভেবে দেখতে চাইলো। আমি দেখিয়েছিলাম আমার লজ্জাস্থানের ক্ষত। তার পর চিকিৎসা করে আল্লাহর চাওয়ায় সুস্থ হয়েছি।
আমার এখন ভয় হচ্ছে আমার মা লজ্জাস্থান দেখেছে তাহলে কি হুরমত হয়ে যাবে?
২. একদিন আমার পায়খানার দ্দার এর জায়গাতে ফোঁড়া হয়েছিল , যা আমার নিজের হাত দিয়ে ফোড়া দেখা বা পুঁজ নির্গত করা অসম্ভব তখন মা আমার ফোঁড়া ফাটিয়ে পুঁজ নির্গত করে দেই । আমি তখন আমার লজ্জাস্থান ঢেকে রেখে ছিলাম , তাও সন্ধেও হয় যদি দেখে নেয়। এই রকম ভাবে আরো ১ বার পাছার ওপরে ফোঁড়া হয় এবং মা আগের মতো করে এই টার ও পুঁজ নির্গত করে ঔষদ লাগিয়ে দিত।
জানিনা আমার লজ্জা স্তান দেখেছে কি না , যদিও বা দেখে এক্ষেত্রে হুরমত হয়ে যাবে নাকি? ১ নম্বর ও ২ নম্বর ঘটনা তে আমি কখনো উত্তেজিত হয়নি বা আমার কোনো কাম ভাব ছিল না , অনেক দিন আগের ঘটনা ঠিক মনেও নেই।
৩. এই সব ভাবনা চিন্তা করার পর আমার শুধু উল্টো পাল্টা চিন্তা মাথায় ঘুরছে আমি হয়ত কোনো দিন মা কে স্পর্শ করেছি , কিন্তু আদেও কিছু ই মনে পড়ছে না , মনে মনে শুধু ভাবনা চলে আসছে।
হুজুর কিছু বুঝতে পারছিনা , হুরমত সম্পর্কে জানার পর চিন্তা তে ঘিরে বসেছে । আব্বু মা এর সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভেবে।
৪. কোনো মা যদি তার ছেলের লজ্জা স্তান এর দিকে কাম ভাবের সঙ্গে তাকাই তাহলে এর পরিণতি কি হবে ?
হুজুর আমি জানিনা মা এর কাম ভাব এমন কিছু ছিল কি না। আমি তো অসুস্থ ছিলাম মা আমাকে সেবা করেছিল । আমার প্রশ্ন গুলোর উত্তর দিবেন প্লিজ।