ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
এক সাথে তিন তালাক দ্বারা তিন তালাত পতিত হওয়ার সাথে সাথে যেহেতু এক তালাক পতিত হওয়ার বিষয়টাও আলোচিত। কিন্তু সমস্ত উম্মাহর ঐক্যর জন্য কোনো একটিকে গ্রহণ করে নেওয়া বাঞ্চনীয়। হয়তো তিন তালাকে তিন তালাক বা তিন তালাকে এক তালাক। যে কোনো একটিকেই বেচে নিতে হবে।সর্বক্ষেত্রে, সবমসময়। হানাফি মাযহাব দলীল প্রমাণাদির ভিত্তিতে যেহেতু তিন তালাকে তিন তালাকের বিধানকে যথেষ্ট শক্তিশালী বিবেচনা করেছে, তাই এখন তিন তালাকে তিন তালাকই পতিত হবে।
বিশেষ বিবেচনা বা পরিবেশ পরিস্থিতির প্রতি লক্ষ্য করে তিন তালাকে এক তালাক গ্রহণ করার কোনো সুযোগ নাই।বরং সর্বদা সর্বক্ষেত্রে তিন তালাকে তিন তালাকই পতিত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/222
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনাদের বিয়ে শুদ্ধ হয়েছে।এবং তিন তালাকও শুদ্ধ হয়েছে।তথা স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়েছে।এখন আর আপনারা একসাথে সংসার করতে পারবেন না।
(২)
তালাক হয়েছে।তিন তালাক পতিত হয়েছে।
৩)যদি তোমাকে তালাক দিলাম বা এইধরনের কিছু না বলে শুধু তালাক শব্দটি লিখে তাহলেও তালাক হবে।কেননা এখানে অর্থগতভাবে সম্বন্ধযুক্ত হবে।
৪) আপাতত পারবেন না।কেননা মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে।
৫)ওর সাথে কাটানো সময়গুলো বারবার মনে পড়ার কারণে গোনাহ হবে না।