বিসমিহি তা'আলা
সমাধানঃ-
জামাতের সাথে নামায পড়া সুন্নাতে মু'আক্কাদা যা প্রায় ওয়াজিবের নিকটবর্তী। তথা অত্যাবশ্যকীয়ভাবে পালনীয়।
ভাড়ায় নেয়া বাসার গেইট বন্ধ থাকা নিয়মিত জামাত তরক করার কোনো শরয়ী কারণ নয়।কেননা আপনি ফজরের নামাযের ব্যাপারে মালিকের সাথে আলাপ করতে পারেন।নতুবা ভিন্ন এমন কোনো বাসাও খুজতে পারেন,যেখানে অনায়াসে সকল নামায পড়তে পারবেন।
আল্লাহ আপনার দ্বীনী কাজে সহায় হোক আমীন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ