আসসালামু আলাইকুম, শারীরিক অসুস্থতার জন্য আমার প্রায়ই এমন হয়।
শেষবার, আমি পিরিয়ড হয়েছিলাম গত মাসের ২৭ তারিখ, সেই থেকে আমার ব্লাড যাচ্ছে এখনো বন্ধ হয় নাই।আমার আগে সবসময় পিরিয়ডের অভ্যাস ছিলো সাতদিন।কিন্তু আমি দশদিন পিরিয়ড হিসাব করে ১১তম দিন থেকে সলাত আদায় করি।
আজকে ২৮ তারিখ কাল থেকে অনেক গাড় লাল ব্লাড যাচ্ছে। এইসব কি পিরিয়ড হিসেবে গন্য হবে.?কখন পিরিয়ড কখন ইস্তিহাযা বুঝতে পারছি না।
অন্য সময় হালকা ব্লাড যায়। বাদামী বর্নের। তবে ২৭ তারিখ থেকে গাঢ লাল বর্ণের হয়।
আমি ২৭ থেকে দশদিন হিসেব করে ১১তম দিন থেকে ১৫ দিন ইস্তিহাযা হিসেব করবো? তবে ২০তারিখ থেকে রক্তকে পিরিয়ড ধর্তব্য হবে? নাকি গতকালের তারিখ থেকে পিরিয়ড হিসেব করবো?