আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
374 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (101 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. লঞ্চে পানির কল গুলো জনসম্মুখে থাকে,  ২ জন সাথে নিয়েও পুরোপুরি আড়াল করা যায় না পর্দার জায়গা!  এমতাবস্থায় মেয়েদের জন্য ওজু করা দুরূহ ব্যাপার!  ভ্যাসিনে এরকম সবার সামনে মেয়েদের জন্য পা ধোঁয়াও  অসম্ভব!   এক্ষেত্রে তায়াম্মুম করা যাবে?!
২. উক্ত অবস্থায় তায়াম্মুম করে নামাজ আদায় করলে সেই নামাজ পুনরায় কাজা আদায় করতে হবে গন্তব্যে যেয়ে?

৩. তায়াম্মুম করার জন্য মাটি বা পাথরটি পবিত্র কিনা কিভাবে বুঝবো?!  মাটিতে অপবিত্র কিছু থাকতে পারে বা অপবিত্র মাটি হতে পারে,  সেটা তো বুঝা যায় না, এক্ষেত্রে করনীয় কি?

৪. কোনো পাথর বা মাটির কোনো জিনিস যদি রঙ করা থাকে তা দিয়ে তায়াম্মুম হবে? রঙ করা যেহেতু!    মাটির সব জিনিসই রঙ করা বর্তমানে! মাটি না থাকলে কাছে রঙ করা মাটির জিনিস দিয়ে তায়াম্মুম করা যাবে?

৫.অথবা সাথে কিছু বালু রাখলে তা দিয়ে তায়াম্মুম করা যাবে?  সেই বালু পবিত্র বা অপবিত্র কিনা তা জানা নেই!
৬. লঞ্চে নামাজের ক্ষেত্রে কিবলা দিকে ফিরে নামাজ শুরু করলেও তা ঘুরে যেতে পারে! নামাজ শেষ করে দেখলাম কিবলা ঘুরে অন্য দিকে ছিলো!  এমতাবস্থায় কিভাবে কিবলা দিকে নামাজ আদায় করবো?!
নামাজের ভিতর তো বার বার ঘুরে দাড়ানো সম্ভব না আর নামাজে থাকাবস্থায় মোবাইলে দেখতেও পাবো না যে কিবলা ঘুরে গিয়েছে! নামাজ শেষ করেই দেখতে হবে!   এরকম হলে করনীয় কি?
৭. উক্ত  ৬ নং প্রশ্নের অবস্থায় নামাজ পুনরায় কাজা আদায় করতে হবে বাসায় যেয়ে?

৮.  লঞ্চে কেবিনে জায়গাও শর্ট!  যদি কিবলা এমন দিকে হয় যেদিকে দাঁড়ানো যাবে কিন্তু রুকু,সিজদাহ দেয়া যাবে না, জায়গা না থাকায়, সামনে পিছনে বেড থাকায়!, এমতাবস্থায় কিভাবে নামাজ আদায় করবো?
৯. লঞ্চে যে স্থানে নামাজ আদায় করবো সে জায়গাটা পবিত্র কিনা জানি না! সেখানে নামাজ আদায় করলে হবে?? অথবা  যদি সেই অপবিত্র জায়গায়  জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি নামাজ হবে?
১০.কসরের নিয়তে বাসা থেকে বের হলেই পরবর্তী সব নামাজ কসর আদায় করতে হবে?!  যেমন দুপুরে কসরের নিয়তে বের হলাম কিন্তু কসরের জন্য নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করি নি তখনও, গাড়িতে আছি বা লঞ্চে!  এই অবস্থায় কোনো নামাজের সময় হলে তা কসর করতে হয়?!
অর্থাৎ কসরের নিয়তে বের হয়ে গাড়িতে বা লঞ্চে থাকাবস্থায়  নামাজের সময় হলে সেই নামাজ কসর করতে হবে যদি তখনও কসরের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম না করি?

১১.  যানবাহনে থাকাবস্থায় নামাজের ওয়াক্ত হলে, ওজু না থাকলে তায়াম্মুম করে  বসাবস্থায় নামাজ পড়তে হবে? কিবলা দিকে ঘুরে নামাজ পড়া যায় না গাড়িতে থাকলে!  এতে পরবর্তীতে নামাজ কাজা আদায় করতে হবে?
১২.  বাসা থেকে বের হলেই তা সফর বোঝায়? নাকি নির্দিষ্ট দূরত্ব রয়েছে সফরের জন্য?
১৩. কসরে ও সফরে প্রতি ওয়াক্তের সাথে যে সুন্নত নামাজ থাকে কিছু তা সম্পুর্ণ আদায় করতে হয় নাকি তাও ২ রাকা'ত করে কসর করতে হয় ?
১৪. কসরে ও সফরে তারাবীর নামাজ আদায় করতে হয়?

১৫. ওজুতে মেয়েদের মাথা মাসেহ করার সময় সামনে থেকে পিছনে হাত নিয়ে আবার পিছন থেকে সামনে মাসেহ করে আনতে হয়?

১৬.ওজুতে মাথা মাসেহ তে মাথার চার ভাগের এক ভাগ কি সামনে থেকে পিছনে সম্পুর্ণ মাসেহ কর‍তে হয় নাকি সামনে থেকে কিছু অংশ করলেই হয়?

১৭ মাথা মাসেহ করতে ওজুতে হাতের সব আঙুল দিয়ে মাসেহ করা যায় নাকি দুই হাতের তিনটি আঙুল ব্যাবহার করে মাসেহ করতে হয়?
জাযাকাল্লাহ খইর!

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী, তখন পর্দা সম্মত অজুর ব্যবস্থা না থাকলে এবং পর্দার ব্যবস্থা করা না গেলে অজুর বদলে তায়াম্মুম করা যাবে।

(২)
পর্দা সম্মত অজুর জন্যর সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টার পর যদি কেউ তায়াম্মুম করে, তাহলে তাকে আর এ'আদাহ তথা উক্ত নামাযকে পূনর্বার আর পড়তে হবে না।

(৩)
বাহ্যিকভাবে মাঠিকে কোনো নাপাকি দৃষ্টিগোচর না হলে উক্ত মাঠিকে পবিত্র মাঠি হিসেবেই ধরে নিতে হবে।


(৪)

(জমিন ছাড়া) মাটি জাতীয় অন্যান্য জিনিসের উপরও তায়াম্মুম করা দুরুস্ত আছে; যেমন, মাটি, বালু, পাথর, বিলাতী মাটি, পাথর চুন, হরিতাল, সুরমা, গেরুমাটি ইত্যাদি। মাটি জাতীয় জিনিস না হইলে উহার উপর তায়াম্মুম জায়েয নহে; যেমন- সোনা, রূপা, রাং, গেহু, কাঠ, কাপড় এবং অন্যান্য শস্য ইত্যাদি। কিন্তু যদি এই সব জিনিসের উপর মাটি জমিয়া থাকে, তবে অবশ্য মাটির কারণে ইহার উপর তায়াম্মুম দুরুস্ত হইবে।

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,কোন জিনিষ দ্বারা তায়াম্মুম করা যাবে আর কোন জিনিষ দ্বারা তায়াম্মুম করা যাবে না।
(وَمِنْهَا الصَّعِيدُ الطَّيِّبُ) يَتَيَمَّمُ بِطَاهِرٍ مِنْ جِنْسِ الْأَرْضِ. كَذَا فِي التَّبْيِينِ كُلُّ مَا يَحْتَرِقُ فَيَصِيرُ رَمَادًا كَالْحَطَبِ وَالْحَشِيشِ وَنَحْوِهِمَا أَوْ مَا يَنْطَبِعُ وَيَلِينُ كَالْحَدِيدِ وَالصُّفْرِ وَالنُّحَاسِ وَالزُّجَاجِ وَعَيْنِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَنَحْوِهَا فَلَيْسَ مِنْ جِنْسِ الْأَرْضِ وَمَا كَانَ بِخِلَافِ ذَلِكَ فَهُوَ مِنْ جِنْسِهَا. كَذَا فِي الْبَدَائِعِ.
যে জিনিষ মাঠির জিনস বা প্রকার থেকে হবে,সে জিনিষ দ্বারা তায়াম্মুম জায়েয রয়েছে।যে জিনিস আগুনে দিলে জ্বলেও না, গলেও না তাহা মাটি জাতীয়। তাহার উপর তায়াম্মুম দুরুস্ত আছে। যে জিনিস জ্বলিয়া ছাই হইয়া যায় বা গলিয়া যায়,যেমন স্বর্ণ রৌপ্য ইত্যাদি।তাহার উপর দুরুস্ত নহে।এবং ছাইয়ের উপর তায়াম্মুম দুরুস্ত নহে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৬)


সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রঙ করা কোনো জিনিষের দ্বারা তায়াম্মুম হবে না, কেননা তাতে ক্যামিকল বিদ্যমান থাকে।

(৫)
জ্বী, বালু দ্বারা হবে।হ্যা, বালু বা মাঠি ইত্যাদি জাতীয় বস্তু পবিত্র হওয়া চাই।

(৬)
লঞ্চ যদি কিবলা থেকে ঘুরে যায় তাহলে আপনিও কিবলা দিকে ঘুরবেন।

(৭)
যদি লঞ্চের সাথে সাথে কিবলার দিক পরিবর্তন না করে থাকেন, তাহলে উক্ত নামাযকে দোহড়িয়ে নিতে হবে।

(৮)
রুকু সিজদা ইশারায় করে নিবেন।

(৯)
দৃশ্যমান কোনো অপবিত্রতা দেখা না গেলে, ঐ স্থানকে পবিত্র স্থান হিসেবে ধরে নেয়া হবে।

(১০)
৭৭ কিলোর  অধিক সফর করার নিয়ে যদি কেউ ঘর থেকে বের হয়, তাহলে নিজ গ্রামের সীমানা বা নাজ সিটি কর্পোরেশনের সীমানা অতিক্রম করার সাথে সাথে কসরের বিধান শুরু হয়ে যাবে।স


(১১)
জ্বী, পরবর্তীতে কাযা করতে হবে।


(১২)
৭৭ কিলোর অধিক। 

(১৩)
সুন্নতের কোনে কসর নাই। হয়তো পূর্ণ কসর পড়তে হবে।নতুবা পড়ার কোনো প্রয়োজনিয়তা নাই।

(১৪)
জ্বী,সময় সুযোগ থাকলে তারাবিহর নামায পড়া উত্তম।

(১৫)
ওজুতে মাথা মাসেহ করার সময় সামনে থেকে পিছনে হাত নিয়ে আবার পিছন থেকে সামনে মাসেহ করে আনা মুস্তাহাব। করলে ভালো না করলে কোনো সমস্যা হবে না।

(১৬)
মাথার যে কোনো চার ভাগের এক ভাগ মাসেহ করা মুস্তাহাব।

(১৭)
সব আঙ্গুলে করা যায়, তবে মুস্তাহাব হল, বৃদ্ধাঙ্গুলি ও শাহাদত আঙ্গুলি ব্যতিত অন্যান্য তিন আঙ্গুলি দ্বারা মাথার অগ্রভাগ থেকে পিছনে নিতে হবে।এবং পরবর্তীতে বৃদ্ধাঙ্গুলি ও শাহাদত আঙ্গুলি দ্বারা মাথার পিছন থেকে সামনের দিকে নিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (0 points)
হযরত, ৯ নং জবাবে বলা হয়েছে - 
দৃশ্যমান কোনো অপবিত্রতা দেখা না গেলে, ঐ স্থানকে অপবিত্র স্থান হিসেবে ধরে নেয়া হবে।

এখানে কি অপবিত্র হবে নাকি পবিত্র? 
by (606,750 points)
সংশোধন করা হয়েছে। দেখুন।জাযাকাল্লাহ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...