আসসালামু আলাইকুম। সমস্যাটি আমার এক বোনের। ওর সমস্যা হচ্ছে -
"আমার ফেব্রুয়ারী মাসের ৬ তারিখ পিরিয়ড হইছিলো, সাধারণত আমার পিরিয়ড হওয়ার ৩/৪ দিন আগে থেকে লাল স্রাব/ সাদা স্রাব বেশি হয়, ৩/৪ দিন এভাবে হওয়ার পর পিরিয়ডের ব্লাড যায়। নিয়ম অনুযায়ী এইবার মার্চ মাসে ৪/৫/৬ তারিখ পিরিয়ড হওয়ার কথা, স্বাভাবিক ভাবে লাল স্রাব ও যাচ্ছিলো কিন্তু এবার লাল স্রাব ৩/৪ দিন স্থায়ী না হয়ে আজ ২০ তারিখ পর্যন্তও মানে ১৫ দিন হচ্ছে, পিরিয়ডের কোনো ব্লাড যাচ্ছে না, লাল স্রাব টা ক্লালচে ধরনের ছাড়া ছাড়াও টাইপ এরকম হচ্ছে,। এর কারণে আমি সালাত আদায় করিনি।এ অবস্থায় আমি নামাজ কতোদিন বাদ দিবো/ এখন এটা নিয়েও পড়তে পারবো কি / কবে থেকে পড়তে পারবো?? আফওয়ান