আসসালামু আলাইকুম হুজুর।
যদি কোন মহিলা ওয়াসওয়াসার জন্য মনে মনে তা***** বিষয়ে কথা বলতে থাকে এবং মুখেও প্রশ্ন চলে আসে যে,,,"" সে তার নিজেকে ***** দিয়েছে/ দিচ্ছে কিনা?? """এমন সময় যদি সে মোবাইল ব্যবহার করার সময় Ok বাটনে চাপ দেয় আর ভাবে সে তার নিজের প্রশ্নের উত্তর দিচ্ছে তাহলে কি পতিত হবে??? ok বলার মাধ্যমে কি প্রশ্নের উত্তর হবে?? নাকি হ্যাঁ বললে উত্তর হতো?? তার প্রশ্নটা মুখে চলে আসার পর যদি সে Ok বাটনে ক্লিক করে আর যদি ইচ্ছা করেই ভাবে সে উত্তর দিচ্ছে তার প্রশ্নের,,,তাহলে হুকুম কি? এইভাবে কি পতিত হবে?? নাকি লিখতে হবে উত্তর বা মুখে বলতে হবে?? তার যদি তা**** অধিকার থেকে থাকে তাহলে হুকুম কি??