আসসালামু আলাইকুম হুজুর। আপনাকে কলে পাইনি তাই লিখে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। দয়া করে উত্তর দিবেন। গত সপ্তাহে একটি প্রশ্ন করেছিলাম যে, কোন স্বামী কেনায়া বাক্য বলার পর স্ত্রী জিজ্ঞেস করে সে সিরিয়াস কিছু মিন করেছে কিনা। স্বামী যদি উত্তর দেয় হ্যাঁ করেছি তাহলে সেটা সিরিয়াসের মিথ্যা স্বীকারোক্তি হবে আপনি বলেছিলেন। নিচের ঘটনায় নাকি মিথ্যা স্বীকারোক্তি হবে না মুফতি ওলি উল্লাহ হুজুর বলেছেন কারন এইখানে স্বামীর কোন নিয়ত ছিল না। দয়া করে আপনিও দেখেন এক্টু।
তারপর তাদের মেসেজের কিছু স্ক্রিনশট পাওয়া গেছে সেটা দেখে বুঝা যাচ্ছে স্বামী হ্যাঁ করেছি/মিন করেছি বলার পর স্ত্রী অনেক কিছু বলে বুঝায় তাকে,,, তালাকের ব্যাপারে অনেক কিছু বলে হয়তো। যে এই ধরনের কথা বললে সমস্যা হয়৷ স্ত্রী হয়তো স্বামীকে বলে থাকতে পারে যে সে প্রথমে সিরিয়াস কিছু বলতে তা**** কথা জিজ্ঞেস করেছিল। স্বামী এইটা জানার পর সাথে সাথে কিছুই বলেনি বা এই কথার উত্তর দেয়নি৷ অন্য কথা হয়। মাঝে হয়তো অন্য কথা বলেছিল স্ত্রী স্বামী অনেক কথা। যেমনঃ স্ত্রী বলে হ্যাঁ বলেছি বলেছো আর যাই বলেছো মনের নিয়ত কিন্তু আসল৷....
"""তারপর স্বামী বলে তুমি জানো কিভাবে আমার নিয়ত কি?? তারপর স্ত্রী বলে যে বলে দিলেই তো হতো। স্বামী বলে এইটুকু কেন বলে দিতে হবে আমার৷ তারপর স্ত্রী বলে আমি তোমার স্ত্রী,,আমি কি জানতে চাইতে পারিনা??""
পরে স্বামী বলে যে"
""একবার বললাম মিন করিনি তাও আমাকে পাগল বানাইছো,,, তাই বলেছিলাম হ্যাঁ করছি।""" এইখানে সে আগের ঘটনার কথা বলেছে,,সে কেন মিন করেছি বলেছিল সেটা জানিয়েছে এইভাবে বলে। এতে কি আবার মিথ্যা স্বীকারোক্তি হবে??
কারন এই কথা বলার কিছুক্ষন আগে স্ত্রী হয়তো বলে থাকতে পারে সে সিরিয়াস কিছু বলতে তা**** কথা বলেছিল। তারপর আর ও অনেক কিছু কথা হবার পর স্বামী কথার পৃষ্টে বলে যে,,, """একবার বলেছি মিন করিনি তাও বার বার জিজ্ঞেস করেছো তখন তাই বলেছিলাম মিন করেছি""" এইখানে স্বামী মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বলেনি৷ প্রথম বার স্ত্রীর সিরিয়াস কিছুর প্রশ্ন করার সময় কেন মিন করেছি বলেছিল সেই কারন টাই বলেছে।
মানে প্রথম ঘটনার পর আলোচনার সাপেক্ষে স্বামী বললো যে স্ত্রীর প্রশ্নে বিরক্ত হয়ে সে তখন মিন করেছি বলেছিল। এইখানে সে তালাকের মিথ্যা স্বীকারোক্তি দেয়নি বা দেওয়ার জন্য বলেনি। সে আগের ঘটনার প্রেক্ষিতে বলেছে যে " এতবার মিন করিনি বলার পরেও তখন আমাকে পাগল বানাইছো তাই আবার বলেছিলাম মিন করেছি"""" এই কথার সময় স্ত্রী তাকে প্রশ্ন করেনি কোন।