+1 vote
233 views
in Taharah (Purity) by
একজন ছেলে একজন মহিলার দুধ পান করেছিল,সে কি অই মহিলার নাতনি(মেয়ের মেয়ে) বিয়ে করতে পারবে?একজন মহিলার দুধ একটি ছেলে ও একটি মেয়ে পান করেছিল ,এই দুটি ছেলে মেয়ে কি বিয়ে করতে পারবে।ছেলে মেয়ে কেউ ই উনার গর্ভস্থ সন্তান না।

1 Answer

0 votes
by (909 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রশ্নে উল্লেখিত দুটি সুরতে (উভয় অবস্থা) কোন একটিতে বিবাহ সহীহ হবে না। কারণ প্রশ্নের প্রথম সূরতে এক মহিলা থেকে দুজন দুগ্ধপানের কারণে মহিলাটির উসুল এর নিম্নগামী আত্মীয় অর্থাৎ ছেলে- মেয়ে এর সাথে বিবাহ হারাম সাব্যস্ত হয়েছে।
# আর দ্বিতীয় অবস্থা তো স্পষ্টই এক ই মহিলা থেকে দুধ পানের কারণে তারা দুগ্ধ ভাই বোনে পরিণত হয়েছে। চাই মহিলাটি গর্ভস্থ সন্তান হোক বা না হোক।

দলীল:
বোখারী 2645
ফতোয়ায়ে হিন্দিয়া 1/343 পৃষ্ঠা

আরিফুল ইসলাম

ইসলামিক ফতোয়া ওয়েবসাইটটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত। যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন উত্তর পাওয়া যায় কিনা। না পেলে প্রশ্ন করতে পারেন। আপনার দ্বীন সম্পর্কীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ ওলামায়কেরাম ও মুফতি সাহেবগনের একটা টিম যারা ইনশাআল্লাহ প্রশ্ন করার ২৪-৪৮ ঘন্টার সময়ের মধ্যেই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
...