১)আল্লাহর চেয়ে কোনকিছুকে বেশি ভালোবাসা তো শিরক
এখন আমি কিভাবে বুঝবো যে কোনো কিছুকে আমি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি কিনা??
২)কুরআন তিলাওয়াত নাকি আল্লাহর জিকির কোনটা বেশি মর্যাদাবান??
৩)কোন কাজ হাসিলের জন্য অবৈধ পন্থা অনুসরণ করা এবং মনে করা এই পন্থা ছাড়া তার কাজ হাসিল সম্ভব না,,
এমন মনভাব কি শিরক?
৪)অজুর সময় এক বালতি পানিতে পা চুবাইলে কি অযু হয়ে যাবে??
নাকি হাত দিয়ে ডলে ধুতে হবে??
৫)ধরুন কোনো মুসলমানের ছেলে মুরতাদ হয়ে গেল
তখন তার সব বন্ধু তাকে ত্যাগ করল।
এরপর ওই ছেলে একসময় ঈমান আনল
কিন্তু ঈমান এনেই সে শান্ত ছিল না।
সে তাও মনে প্রশান্তি পাচ্ছিল ছিল না।সবসময় অস্থির থাকত।
সে চাচ্ছিল যে তার বন্ধুরা আবার ফিরে আসুক।
কিছুদিন পর তার বন্ধুরা আবার তার সাথে মিলামিশা আরম্ভ করল।
এবার সে অনেক প্রশান্তি পেল।
এই যে এই লোক ইমান আনার চেয়ে বেশি প্রশান্তি পাইল বন্ধুরা ফিরে আসায়,এতে কি শিরক হবে??
এই লোক এর করনিয় কি??
সে কি ওই বন্ধুদের সাথে সম্পর্ক রাখতে পারবে?