আজকে ঘুম থেকে উঠে দেখি কাপড়ে দাগ হয়ে আছে অনেকটা জায়গা জুড়ে। কিন্তু এই নাপাক এর জন্য ফরজ গোসল প্রয়োজন কিনা সেটা বুঝতে পারছিনা।
" ঘুম থেকে যখন উঠেছিলাম তখনো অঙ্গ উত্থিত অবস্থায় ছিল, আর সাদা পানির মত পাতলা পিচ্ছিল নাপাক লেগে ছিল, আমি যা জানি সেটা বীর্য না।
আর বীর্য পড়লে কাপড়ে কেমন জেলির মত ঘন নাপাক লেগে থাকে, তাও দেখতে পাইনি কাপড়ে। "
১) এ অবস্থায় গোসল ফরজ না ধরে প্যান্ট বদলিয়ে নামাজ পড়েছি গোসল ছাড়া, নামাজ কি হয়েছে?
২) পরে মনে সন্দেহে নিয়ে জামাতে পড়তে ,গেলে যেয়ে দেখি তিলাওয়াত করতে করতে তাকবীর দিয়েছে, আমি সাথে সাথে যেয়ে রুকু করি, কিন্তু আবার যখন তাকবীর দেয় তখন বুঝতে পারি সেটা সিজদার তাকবীর ছিল রুকুর না, খেয়াল করি সবাই সিজদায়, যখন সবাই আবার উপরে উঠছিল তখন তাড়াতাড়ি করে সিজদায়ে যায় কিন্তু তাসবীহ পড়তে পারিনাই।
এ অবস্থায় যেহেতু আমি ইমামের সাথে নামাজ পড়ছি তাই সিজদা সাহু দেইনি, নামাজ হয়েছে??
৩) আরেকদিন এমন হয়েছে যে ইমাম সাহু সিজদা এর জন্য সালাম ফিরিয়েছে, আমি ভাবছি নামাজ শেষ হবে এরজন্য, আমার তখনো দোয়া পড়া শেষ হয়নি, যখন একদিকে সালাম ফিরায় তারপর সিজদায়ে গেলে বুঝতে পারি সিজদায়ে সাহু, কিন্তু আমি তখনো সালাম ফিরায় নাই, তারাহুরো করে পরে ভুলে সালাম না ফিরিয়েই সিজদায়ে যাই, নামাজ কি সহীহ হয়েছে?
৪) ইমামের সাথে নামাজে নিজের কিরকম ভুল হলে সাহু সিজদা দিতে হয়?