আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
উস্তায, আমি হঠাৎ করেই বাড়ি থেকে ৪/৫ ঘন্টার দূরত্বে চলে এসেছি কোনো প্ল্যান ছাড়াই। তো, আসার সময় ১৫ দিন থাকার কোনো নির্দিষ্ট নিয়ত করি নি৷
এখন প্রায় ১ মাস হয়ে গেছে সেই জায়গাতেই আছি। কিন্তু, নির্দিষ্ট যেহেতু করা হয় নি, এখনো নির্দিষ্ট না কতদিন থাকব তাহলে আমি কি কসর পড়ব? নাকি পুরো নামাজ পড়তে হবে যেহেতু ১ মাস হয়ে গেছে। উস্তায একটু বুঝিয়ে বলবেন।