বিসমিহি তা'আলা
সমাধানঃ-
কুরবানি ওয়াজিব আর আকিকা মুস্তাহাব।
তাই প্রথমে তো কুরবানি করতেই হবে। তারপর সামর্থ থাকলে আকিকা করা যেতে পারে।
হ্যা বালেগ হওয়ার পর আকিকা করা যাবে তবে মৃত্যুর পর আর আকিকা করা যাবে না।কেননা আকিকা করা হয় বালা মসিবতকে দূর করার জন্যে।আর মূত্যুর পর তো পৃথিবীর কোনো বালা মসিবত আর আসবে না।
আহসানুল ফাতাওয়া;৭/৫৬৬
চুল ফেলা সম্পর্কে কোনো বিবরণ পাইনি।তবে যতটুকু মনে হচ্ছে এক্ষেত্রে চুল কাটর কোনো প্রয়োজন নেই।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ।