আসসালামু আলাইকুম,,, আমি প্রস্রাব করার সময় হাতে মনে হলো প্রস্রাবের ছিটা লেগেছে। আমি টিস্যু দিয়ে হাত মুছলাম। কিন্তু কিছু দেখা গেলো না। তখন অবশ্য সন্ধ্যা। আলো অনেক কম ছিল। এখন আমি জানিও না কাপড়ে লেগেছে কিনা। আমি কি এইটা নাপাক হিসাবে ধরবো না পাক??
আর আরেকবার প্রস্রাব করার সময় আমি খেয়াল করলাম শুরুর দিকে প্রস্রাব সোজা না বেড়িয়ে তির্যক ভাবে বের হয়। আমার সন্দেহ হচ্ছে ওইটা কাপড়ে লেগেছে কিনা। কারণ কাপড় বেশ নিচে ছিল। কিন্তু আমি শিওর না।