আসসালামু আলাইকুম।
১)
স্ত্রী যদি কখনোই
" আমাকে তালাক দিয়ে দাও,
আমি তালাক চাই,
আমি তালাক দিবো,
আমাকে ডির্ভোস দিয়ে দাও
আমি ডির্ভোস চাই
আমি তোমাকে ডির্ভোস দিবো।
আমি নিজের উপর তালাক/ ডির্ভোস নিলাম।
তুমি আমাকে ছেড়ে দাও,
তুমি আমাকে ছেড়ে চলে যাও,
আমি তোমাকে ছেড়ে চলে যাবো/যাচ্ছি।
আমাকে মুক্তি দাও।
আমি মুক্তি চাই।
আমাকে স্বাধীন করো।
তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই।
তুমি আমাকে দূর করে দাও।
আমি তোমাকে দূর করে দিছি।
তোমার সাথে আমার বনিবনা হবে না।
আমি পৃথক হতে চাই।
আমাকে পৃথক করে দাও।
আমি তোমার থেকে পৃথক।
তোমার সাথে ঘর-সংসার করবো না। "
উপরের এইসব কথা না বলে।
এবং
কখনোও এমন অবস্থাও না হয় যে,স্বামী- স্ত্রীর ব্যাপারে ফয়সালা করার জন্য গার্ডিয়ানের আলোচনা সভা হচ্ছে।
এবং
স্বামী তার বৈবাহিক জীবনে স্ত্রীকে উদ্দেশ্য করে কখনোও তালাক শব্দ না বলে
এবং
তোমাকে ছেড়ে দিলাম এই বাক্য না বলে।
এবং
★ তোমাকে ছেড়ে দিলাম; এই বাক্য ছাড়া অন্য যেকোনো কেনায়া বাক্য বললেও তালাকের নিয়ত ছাড়া বলে ।
তাহলে তো সেই স্বামী- স্ত্রীর বৈবাহিক জীবন ; মৃত্যুর আগপর্যন্ত বৈধ, হালাল ই থাকবে ইনশাআল্লাহ, তাই না???তাদের ইনশাআল্লাহ মৃত্যুর আগপর্যন্ত বিবাহ বিচ্ছেদ হবে না,তাই না???
স্ত্রীর তালাক নিয়ে চিন্তা করে পেরেশানি হওয়ার কিছু নাই,তাই না???
স্ত্রী নির্ভয়ে মৃত্যুর আগপর্যন্ত স্বামীর সাথে বৈধভাবে সংসার করতে পারবে তাই না????
২) স্বভাবতই সব মেয়েরা বাপের বাড়ি যেতে চায় এবং স্বামী ও অনুমতি দেয়।
★তাহলে,
স্ত্রীর আমি বাপের বাড়ি চলে যাবো এই কথা বলা এবং স্বামীর বাপের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে তালাক হয়ে যায় কখন??????
আমি এক জায়গায় পড়েছিঃ "স্ত্রী বাপের বাড়ি যেতে চাইলে;স্বামী যদি বলে,
যাও পরিবারের সাথে মিলিত হও,তাহলে নাকি তালাক হয়ে যায়। "
প্লিজ আমাকে বলেন,প্লিজ বলেন, প্লিজ।
এক জায়গায় যে দেখলাম
আমি বাপের বাড়ি চলে যাবো এইটা বলার পর স্বামী চলে যেতে বললে স্ত্রী তালাক হয়ে যায়।
হাতজোড় করে বলতেছি,প্লিজ বুঝাইয়া বলেন আমি বাপের বাড়ি চলে যাবো, এই কথা বললে এবং স্বামী যেতে বললে তালাক আবার কখন হয়?????
৩) স্বামীর কাছে কোন কাজে স্বাধীনতা চাইলে এবং স্বামী স্বাধীনতা দিলে ও কি স্ত্রী তালাক হয়ে যায়???
অনুরূপভাবে,
স্ত্রীর কাছে কোন কিছু থেকে স্বামী স্বাধীনতা চাইলে এবং স্ত্রী স্বাধীনতা দিলেও কি তালাক হয়ে যায়?
আমাদের নিয়তে তো আমরা স্বামী- স্ত্রী তালাক হওয়া উদ্দেশ্য না।
৪) স্বামীর কাছে কোন কিছু থেকে মুক্তি চাইলে এবং স্বামী মুক্তি দিলেও কি স্ত্রী তালাক হয়ে যায়???
অনুরূপভাবে,
স্ত্রীর কাছে কোন কিছু থেকে স্বামী মুক্তি চাইলে এবং স্ত্রী মুক্তি দিলেও কি তালাক হয়ে যায়?
আমাদের নিয়তে তো আমরা স্বামী- স্ত্রী তালাক হওয়া উদ্দেশ্য না।
৫)স্ত্রী , স্বামীর সাথে কি অভিমান করেও কিছু বলতে পারবে না????
স্ত্রী যদি স্বামীর উপর অভিমান করে বলেঃ "আমার নিকট তোমার কোন কাজ নাই। আমার কাছে আসবা না। আমাকে স্পর্শ করবা না। এক খাঁটে ঘুমাবো না।
তুমি নতুন কাউকে খুঁজো।"
তাহলেও কি স্বামী- স্ত্রী তালাক হয়ে যায়???
এগুলো নাকি তালাকের মজলিস,এগুলো বলার জন্য তালাক হতে পারে???
হাতজোড় করে বলতেছি,প্লিজ অনেক সহজ ভাষায় বুঝাইয়া বলেন, আমি খুব অশান্তিতে আছি।