بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
১ . ফিক্বহে
হানাফিতে ইমামের পিছনে মুক্তাদীর জন্য ক্বিরাত পড়া জায়েয নেই।বিস্তারিত জানতে ভিজিট
করুন:https://ifatwa.info/8030/?show=8030#q8030
ইচ্ছাকৃত
ভাবে এভাবে তেলাওয়াত করা ঠিক না।কারণ,যদি অশুদ্ধ হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সওয়াবের
পরিবর্তে গোনাহ হবে কিন্তু ঈমান ভঙ্গ হবে না। তবে আপনার জন্য উচিত ইমামের কাছ থেকে
উক্ত আয়াতটি সহিহ শুদ্ধ ভাবে শিখে নেওয়া।
২. যেহেতু
আপনার মা কুফরীর উদ্দেশ্যে উক্ত কথাটি বলেনি বিধায় এতে ঈমান ভঙ্গ হবে না কিন্তুু কোন
ইমানদারের জন্য এজাতীয় কথা মুখে উচ্চারণ করাটা মোটেও উচিত না।
৩.কুরআন
ও হাদীসে তাক্বদীর কে দোষারোপ করতে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে। বিধায় কোন পূর্ণ ইমানদ্বার
ব্যক্তি নিজের ভাগ্যকে গালি দিতে পারে না। অতএব এজাতীয় কথা থেকে তওবা করতে হবে।
৪.জ্বী
না, নামাজ ফাসেদ হবে না।
৫.যদি উক্ত
ভুলের কারণে অর্থ পরিবর্তন না হয়। তাহলে নামাজ ফাসেদ হবে না অন্যথায় নামাজ ফাসেদ হয়ে
যাবে।