আসসালামু 'আলাইকুম।
মুরতাদ যখন ইসলামে ফিরে আসে তাহলে বিবাহ চুক্তির ব্যাপারে হুকুম কি।
যদি
১,আহলিয়ার সাথে সহবাস করার পূর্বেই মুরতাদ হয় সেক্ষেত্রে?
২,যদি আহলিয়ার সাথে সহবাস করার পর মুরতাদ হয় কিন্তু ইদ্দতের পূর্বে ইস্লামে প্রবেশ করে সেক্ষেত্রে?
৩,যদি আহলিয়ার সাথে সহবাস করার পর মুরতাদ হয় কিন্তু ইদ্দতের পর ইসলাম এ প্রবেশ করে।সেক্ষেত্রে?
৪,যদি মুরতাদের সাথে কোনো মুস্লিমের বিয়ে হয় পরে ইসলামে প্রবেশ করেসেক্ষেত্র্ব?
৫, সালাত পরিত্যাগকারীর সাথে নামাযীর বিয়ে হয় পরে সালাত আদায় শুরু করে (সহবাসের পূর্বে অথবা পরে) সেক্ষেত্রে।
৬,বিয়ের পরসহবাস হবার আগেই যদি স্বামী বা স্ত্রী যেকোনোএকজন মুরতাদ হয়ে এরপর ইসলামে ফিরে আসলে বিবাহ চুক্তি নতুন করে করতে হবেনা, মর্মে কোন কোন মুজতাহিদের ইজতিহাদ আছে এবং তার পক্ষের দলীল জানতে চাই।
জাযাকাল্লাহু খাইর