বিসমিহি তা'আলা
জবাবঃ-
সরকারের আয়ের উৎস হালাল-হারাম উভয় থেকেই রয়েছে।২০১৬-২০১৭ অর্থ বচরের ৫৪তম বাজেটে উল্লেখিত ছিলো, "মোট বাজেটের অর্ধেকের বেশি আসবে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রিত কর থেকে।"
সহনীয় পর্যায়ের করারোপ সরকারের জন্য বৈধ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-৭০০।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু সরকারের বাজেটে আয়ের উৎসে আমরা দেখতে পাই যে,আয়ের অর্ধেকের বেশী কর থেকে আসে।তাই বলা যায় অধিকাংশের ভিত্তিতে সরকারি টাকা হালাল।সুতরাং কলেজে সরকারী অনুদান নিতে পারবেন।তবে একটি মুসলমান রাস্ট্রের জন্য ফরয হলো, সুদ থেকে বেঁচে থাকা।সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.