আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
287 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (0 points)
ছোট বাচ্চা পস্রাব করার পর যদি ঐ জায়গাটা শুকায়ে যায়,তখন ঐ জায়গায় নামাজ পরা যাবে কী?

আরও একটি ব্যাপার। প্রস্রাব করলে ঐ জায়গাটা পানি দিয়ে না ধুয়ে শুধুমাত্র একটা কাপড় দিয়ে মুছে ফেললে ঐ জায়গায় নামাজ আদায় করা যাবে?

1 Answer

0 votes
by (697,400 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
জমিনে নাপাক জিনিষ যেমন বাচ্ছাদের প্রস্রাব ইত্যাদি পড়ার পর যখনই উক্ত জমিন শুকিয়ে যাবে,তখনই সে জমিন পবিত্র হয়ে যাবে।

তারাতারি পবিত্র করতে চাইলে নিম্নোক্ত দু'টি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতিকে গ্রহণ করতে হবে।

(১)সে স্থানে তিনবার পানি দিলেই পবিত্র হবে।জায়গা নরম হলে শুধুমাত্র পানি ঢেলে দেওয়াই যথেষ্ট হবে।তবে উক্ত জায়গা শক্ত থাকলে,সেখানে তিনবার পানি দেওয়ার সাথে সাথে ঘর্ষণ-মর্দন করে দিতে হবে।

(২)অথবা একবার পানি দেওয়ার মাধ্যমেও পবিত্র করা যায়।তা এভাবে যে,এত অধিক পরিমাণ পানি দেওয়া হবে যে,উক্ত নাজাসত বিক্ষিপ্ত হয়ে যাবে।অতঃপর যখন উক্ত জায়গা শুকিয়ে যাবে,তখন ঐ জায়গা পবিত্র হয়ে যাবে।অাল্লাহ-ই ভালো জানেন।

لما في الشامية ج،١- ص٣١١

(و) تطهر (أرض) بخلاف نحو بساط (بيبسها) أي: جفافها ولو بريح (وذهاب أثرها كلون) وريح (ل) أجل (صلاة) عليها-

وفي حاشية ابن عابدين تحت (قوله: بيبسها) لما في سنن أبي داود باب طهور الأرض إذا يبست وساق بسنده عن «ابن عمر قال: كنت أبيت في المسجد في عهد رسول الله - صلى الله عليه وسلم - وكنت شابا عزبا، وكانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد ولم يكونوا يرشون شيئا من ذلك» اهـ ولو أريد تطهيرها عاجلا يصب عليها الماء ثلاث مرات وتجفف في كل مرة بخرقة طاهرة، وكذا لو صب عليها الماء بكثرة حتى لا يظهر أثر النجاسة شرح المنية وفتح.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...