ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) ” ভিন্ন ভিন্ন সময়,ভিন্ন ভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমার স্ত্রীকে আমি তিনবারের বেশী তালাক ও দিয়ে ফেল “ যদি আপনি তাকে বাসর রাতের পূর্বে তালাক দিয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর উপর এক তালাক পতিত হয়ে ঐ স্ত্রী বায়েন তালাক প্রাপ্ত হয়ে যাবে। পরবর্তী তালাক আর পতিত হবে না। আর যদি আপনি বাসর রাত পরবর্তী তালাক দিয়ে থাকেন, তাহলে আপনার দেওয়া তিন তালাকই আপনার স্ত্রীর উপর পতিত হবে।
(২) বাসর রাতের পূর্বে এক তালাক দেওয়ার পর যদি আপনি আবার ঐ স্ত্রীকে বিয়ে করতে চান, তাহলে তাহলে আপনি নতুন মহর ঠিক করে তাকে বিয়ে করবেন। ঐ নতুন মহর আগের থেকে কমবেশ হতে পারে।
(৩) খালওয়াতে সহিহা হল, বিয়ের পর স্বামী স্ত্রী এমন কোনো নির্জন স্থানে বসবাস করা , যেখানে সহবাসের কোনো প্রকার বাধা থাকবে না। সেখানে এক মুহুর্ত অবস্থান করলে খালওয়াতে সহীহ হয়ে যায়।
وَهِيَ عِنْدَ الْحَنَفِيَّةِ الَّتِي لَا يَكُونُ مَعَهَا مَانِعٌ مِنَ الْوَطْءِ، لَا حَقِيقِيٌّ وَلَا شَرْعِيٌّ وَلَا طَبَعِيٌّ.
أَمَّا الْمَانِعُ الْحَقِيقِيُّ: فَهُوَ أَنْ يَكُونَ أَحَدُهُمَا مَرِيضًا مَرَضًا يَمْنَعُ الْجِمَاعَ، أَوْ صَغِيرًا لَا يُجَامِعُ مِثْلُهُ، أَوْ صَغِيرَةً لَا يُجَامَعُ مِثْلُهَا، أَوْ كَانَتِ الْمَرْأَةُ رَتْقَاءَ أَوْ قَرْنَاءَ، لأَنَّ الرَّتْقَ وَالْقَرَنَ يَمْنَعَانِ مِنَ الْوَطْءِ.
وَأَمَّا الْمَانِعُ الشَّرْعِيُّ: فَهُوَ أَنْ يَكُونَ أَحَدُهُمَا صَائِمًا صَوْمَ رَمَضَانَ أَوْ مُحْرِمًا بِحَجٍّ أَوْ بِعُمْرَةٍ، أَوْ تَكُونَ الْمَرْأَةُ حَائِضًا أَوْ نُفَسَاءَ؛ لأَنَّ كُل ذَلِكَ مُحَرِّمٌ لِلْوَطْءِ، فَكَانَ مَانِعًا مِنَ الْوَطْءِ شَرْعًا، وَالْحَيْضُ وَالنِّفَاسُ يَمْنَعَانِ مِنْهُ طَبْعًا أَيْضًا لأَنَّهُمَا أَذًى، وَالطَّبْعُ السَّلِيمُ يَنْفِرُ مِنَ اسْتِعْمَال الأَذَى.
وَأَمَّا الْمَانِعُ الطَّبَعِيُّ: فَهُوَ أَنْ يَكُونَ مَعَهُمَا ثَالِثٌ؛ لأَِنَّ الإِْنْسَانَ يَكْرَهُ أَنْ يُجَامِعَ امْرَأَتَهُ بِحَضْرَةِ ثَالِثٍ، وَيَسْتَحِي فَيَنْقَبِضُ عَنِ الْوَطْءِ بِمَشْهَدٍ مِنْهُ، «الموسوعة الفقهية الكويتية» (19/ 270)
(৪) দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য আল্লাহর কাছে দুআ চাওয়া । বিশেষ কোনো দুআ সম্পর্কে আমাদের জানা নেই। মহব্বত, রুখসত, অন্যকে প্রদাণ্যতা দানই দাম্পত্য জীবনে সুখ বয়ে নিয়ে আসতে পারে।