বিসমিহি তা'আলা
জবাবঃ-
বিয়েতে মোহর দাতা হয় স্বামী।আর মহর গ্রহীতা হয় স্ত্রী।সহবাস বা খালওয়াতে সহীহা (তথা নির্জনে একান্ত সাক্ষাৎ, যেখানে সহবাসের প্রতিবন্ধক কিছু থাকবে না) এর পূর্বে স্বামী তালাক দিলে স্বামীর উপর স্ত্রীকে অর্ধেক মহর দেয়া ওয়াজিব।সহবাসের পূর্বে তালাক দিলে ইদ্দত পালন করতে হয় না।স্ত্রী অন্য কোথাও বিয়ে করুক বা নাই করুক,সর্বাবস্থায় অবশ্যই স্ত্রীকে মহর পৌছিয়ে দিতে হবে।
কোনো উত্তর সংক্ষেপ থাকলে, এবং উক্ত উত্তর সম্পর্কে কিছু জানার থাকলে আলাদা প্রশ্ন না করে বরং উক্ত উত্তরের কমেন্টে উল্লেখ করুন। জাযাকুমুল্লাহ
আল্লাহ-ই ভালো জানেন।