আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
785 views
in সাওম (Fasting) by (86 points)
আসসালামু আলাইকুম , অসুস্থতার জন্য যদি নাকে মুখে ভাপ নেয় তাহলে কি রোজা ভাঙবে ?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
বিভিন্ন প্রকার ঔষধকে গরম পানির সাথে মিশিয়ে নাক,মূখে ভাপ নেয়া হয়।এ পদ্ধতিটা অনেক পুরাতন একটি চিকিৎসা পদ্ধতি।

প্রশ্ন হচ্ছে এমন পদ্ধতিতেও কি রোযা নষ্ট হবে না ?
প্রতিউত্তরে বলা হবে যে,
ঔষধ মিশ্রিত পানি দ্বারা ভাপ নিলে রোযা ফাসিদ হয়ে যাবে।এবং এ ফাসিদ হওয়ার বিধানটা আমরা দু'টি কারণেই আরোপ করে থাকি-

(১)প্রথমত, এই ভাপকে তখন ঔষধের স্থলাভিষিক্ত হিসেবে ধারণা করে তাকে ধুওয়ার হুকুম প্রদাণ করা হয়েছিল।সুতরাং ধুওয়া যেভাবে রোযাকে ফাসিদ করে,ঠিকসেভাবে ভাপ নিলেও রোযা ফাসিদ হয়ে যাবে।

(২)
দ্বিতীয়ত, ভাপের মধ্যে পানির অস্থিত্ব রয়েছে।ভাষ্প আকারে সেটা ভিতরে যাওয়ার পর তা পানিতে রূপান্তরিত হয়ে যায়।আর ভিতরে পানি চলে গেলে রোযা ফাসিদ হয়ে যায়।

যেমন গ্রহণযোগ্য ফেকহী কিতাবে বর্ণিত রয়েছে-
 أنه من أدخل بصنعه دخانا حلقه بأي صورة كان الإدخال فسد صومه سواء كان دخان عنبرا أو عودا أو غيرهما حتى من تبخر ببخور فآواه إلى نفسه واشتم دخانه ذاكرا لصومه أفطر لإمكان التحرز عن إدخال المفطر جوفه ودماغه
যদি কেউ তার গলার ভিতরে দুয়া কে প্রবেশ করিয়ে নেয়,তাহলে তার রোযা ফাসিদ হয়ে যাবে।প্রবেশ করানো যেকোনোভাবেই হোক না কেন? চায় সে ধুয়া আম্বরের হোক বা উদ কাঠের হোক অথবা অন্য কিছুর হোক।এমনকি যদি কেউ রোযা স্বরণ থাকাবস্থায় সুগন্ধি কাঠ জ্বালিয়ে নিজের নাকের কাছে নিয়ে এসে সু-গ্রাণকে গ্রহণ করে,তাহলে তার রোযাও ফাসিদ হয়ে যাবে।কেননা এত্থেকে বেঁচে থাকা তার জন্য সম্ভবপর ছিলো।(হাশিয়াতুত তাহতাবী আ'লা মারাক্বিল ফালাহ-১/২৪৫)

او دخل مطر حلقه او ثلج،قال الشامي: فيفسد في الصحيح-
যদি হলক্ব তথা গলার ভিতরে বৃষ্টি বা বরফ ঢুকে যায়,তাহলে বিশুদ্ধ মতানুযায়ী রোযা ফাসিদ হয়ে যাবে।(রদ্দুল মুহতার-৩/৩৭৮)
আরো বর্ণিত রয়েছে-
(কিতাবুল-ফাতাওয়া-৩/৩৯৩)
(কিতাবুন-নাওয়াযিল-৬/৩৮৬)
আল্লাহ-ই ভালো আছেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 518 views
asked May 22, 2019 in সাওম (Fasting) by আব্দুস সালাম ইবনু আবি হানিফা
...