আসসালামু আলাইকুম।
আমার বোন কোন এক সুদি ব্যাংকে ক্যাশিয়ার পদে কর্মরত।আমার জানা মতে সুদি ব্যাংকের চাকুরির জন্য তার ইনকাম সম্পুর্ন হারাম হয়ার কথা।
এখন সে যদি এই হারাম টাকা দিয়ে আমাকে কোন কিছু উপহার যেমন(টাকা,পোশাক,খাবার)ইত্যাদি দেয় তা গ্রহন জায়েজ হবে কিনা?
আবার গ্রহন না করার জন্য যদি সে কষ্টপায় এতে আমি গুনাহগার হবো কিনা?