1.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ছাদে কিছু টব আছে।ওখানে চারা রোপন করেছে আম্মু মানে বাস্তবে।আমি প্রায় বলি ওখানে কিছু শাক হয় যা আমার খেতে খুব ভালো লাগে।কিন্তু আম্মু বলে এসবের জন্য চারা নাকি জোর পায় না।তহ আজকে স্বপ্ন দেখতেছি ওখানে কিছু আগাছা জন্মেছে আম্মু আমাকে চেনাচ্ছে এসব আগাছা এভাবে এভাবে ফেলতে হয়।আমি ফেলতেছি কিনা মনে নেই।আমি পাশে ছিলাম।উল্লেখ্য আমি বিবাহিত।