Assalamualaikum warohmatullohi wabarokatuh sommanito ustaj.
১. গতকাল স্বপ্নে দেখি - আমাদের বাড়ির পাশে বিলে আমি এবং আমার বাবা গিয়েছি। সেখানে প্রচুর মাছ পাচ্ছি। আমার বড় পাতিল ছিল সেটাতে মাছ তুলছিলাম। বড়ো বড়ো চিংড়িমাছসহ বিভিন্ন রকমের মাছ, সাথে বড় পাঙ্গাস মাছ। মনে হচ্ছে পুরো বিলটাই মাছের ভরপুর। আমি অনেক বড় একটা মাছ নিয়ে আসি কিন্তু সেটা কিছুটা কাটার পরে আবার পানিতে চলে যায়। তবে আমার বিশ্বাস ছিল আমি আবার মাছটা ফিরে পাব। স্বপ্নটি রাত ১ টার দিকে দেখি
২. এরপর স্বপ্নে দেখি আমার চাচাশ্বশুর আমাকে দেখতে এসেছে এবং ৫০০ টাকা হাদিয়া দিয়েছে। কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম বর্তমানে এতো কম হাািয়া কিভাবে দিয়েছে! তবে সন্তুষ্ট ছিলাম
এটা দেখি রাত ৪ টার দিকে।
৩. আজকে স্বপ্নে দেখি আমার বিয়ে, প্রোগ্রাম হবে। সবাই অনেক খুশি। আমার ছোট চাচা আমাকে একটি সবুজ কালারের জামা হাদিয়া দিয়েছেন, যে সবুজ কালারটা আমার খুব প্রিয় এবং আমি তাতে খুব খুশি ছিলাম। কিন্তু আমার মেঝো বোনকেও সেইম হাদিয়া দিয়েছে কিন্তু ও মোটেও খুশি ছিল না, কেন ওকে এই হাদিয়া দেয়া হয়েছে এটা নিয়ে মন খারাপ করছিল। এরপরই ঘুম ভেঙে যায় রাত ১২.৪৭ এর দিকে।
এ স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে?
Jazakumullohi khoiron