আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১. কোন এলাকায় " দিব " কথাটা যদি ভবিষ্যত ও অতীত 2 ভাবেই বুঝায় মানে 2 ক্ষেত্রে ব্যবহার হয়।তহ স্ত্রীকে ছেড়ে দিব বলাটা কোন মানুষ যদি বুঝতে না পারে কোন কাল ইঙ্গিত করে বলেছে মানে পূর্বের কথা যদি কেন বলেছিল বুঝতে না পারে তাহলে কি বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে?? সংসার করতে কোন সমস্যা হবে?
২.কোন মানুষ যদি বলে তুমি ঐ কাজ করলে তালাক।এখানে মানুষটা যদি বুঝাতে চায় যে ঐ কাজটা করলে তালাক দিবে।মানে শর্ত যুক্ত তালাকের নিয়তে না বলে তাহলে কি ঐ কাজটা করলে তালাক হবে? আবার কারো যদি পরে এসে সন্দেহ হয় যে আসলে কেন বলেছে কিন্তু যদি একবার মনে হয় ভবিষ্যতে দিবে তাই বলেছে আবার যদি মনে হয় শর্ত যুক্ত কিনা তাহলে কি কোন সমস্যা হয়?