আসসালামু আলাইকুম, শাইখ
(১) নাকের ইনফেকশনের জন্য নাক দিয়ে ব্লাড আসে খুবই স্লাইড, একটু কান্নাল আসলেই সর্দিতে নাক ভরে যায়, চোখ মুখে পানি ভরে যায়। তাই নামাজে দাড়ালেও কত সময়ে তো কান্না আসে, মুনাজাতে রোজা অবস্থায় কান্না করলেই তো গালে ভরে যায়। এমতাবস্থায় রোজা নিয়ে নামাজের সেই গালভরা থুথু কিভাবে ফেলব? এটা কোনভাবেই কন্ট্রোল করা যায়না। আসেই। এই থুথু তো নামাজের মধ্যে ফেলার সিস্টেম নেই?
আর মোনাজাতে সর্দির সময়ে মুখের পানি গলার ভিতরে গিলে গেলে সমস্যা? মানে বারবার তো ফেলাই যায়না।
(২)শীতকালে রোজা অবস্থা মুখে ঠোঁটে মেরিল/ অন্যকিছু মাখলে তো জিহবা ঠোঁটের স্পর্শ লাগে। তাহলেই কি সেগুলো গালের ভিতরে চলে যাওয়ার অন্তর্ভুক্ত হবে?