এক বোনোর প্রশ্ন :
আসসালামু আলাইকুম।
আমি ফেসবুক বিজনেস ম‍্যানেজার ক্রিয়েটের কাজ করি। প্রতিদিন ৫০/১০০ পিছ করে বানিয়ে আমাদের বায়ারের কাছে সেল দেই। বায়ার সেগুলো আমাদের থেকে কিনে আরেকজনের কাছে সেল দেয়।
কিছুদিন আগে আমাকে এক ভাই বললেন, বিদেশী বায়াররা নাকি এগুলো কিনে এগুলোর সাথে ফেসবুক এড একাউন্ট এড কর ফেসবুক থেকে 2$ করে বাকিতে ইউজ করে মার্কেটিং করে । ফেসবুক থেকে নাকি প্রতিটি এড একাউন্টে 2$ ডলার করে বাকিতে ইউজ করতে দেয়! তারা নাকি সেগুলো খরচ করে ডিউ রেখে দেয়। এটাই নাকি তাদের লাভ।
এখন প্রশ্ন হল, আমার এভাবে বিজনেস ম‍্যানেজার বানিয়ে সেল করে ইনকাম করা কি হালাল হবে?
(আমরা কিন্তু এড একাউন্ট সেল করিনা। যেটায় 2$ ডলার বাকি দেয়। আমরা জাস্ট বিজনেস ম‍্যানেজার সেল করি। আবার বায়ার যে ডিউ রাখে সেটাও পুরোপুরি নিশ্চিত নই। সে টাকা দিয়েও ইউজ করে থাকতে পারে।)
বি.দ্র. আমরা ফেসবুক একাউন্ট কিনে বিজনেস ম‍্যানেজার ক্রিয়েট করি।