জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নিচে আপনার দেওয়া নামগুলোর অর্থ ও ব্যাখ্যা দেওয়া হলো—
১. আলিশবা (Alishba)
সাধারণভাবে ব্যবহৃত অর্থ: সুন্দরী, মাধুর্যময়, আলোকিত চেহারা
এটি ইসলামি নাম নয়—দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় একটি আধুনিক নাম।
২. জুওয়াইরিয়াহ (Juwayriyah / Juwairiyyah)
আরবি মূল।
অর্থ: কিশোরী মেয়ে, যুবতী, ছোট মেয়ে
এটি হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রী উম্মুল মুমিনীন জুওয়াইরিয়াহ (রা.)–এর পবিত্র নাম।
★জুয়াইরিয়া একটি আরবী শব্দ। এর অর্থ হল, ছোট বালিকা। তাছাড়া এটি ছিল একজন উম্মাহাতুল মুমিনীনের নাম। রাসূল (সা.) স্বয়ং তাঁর এ নাম রেখেছিলেন।
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: كَانَتْ جُوَيْرِيَةُ اسْمُهَا بَرَّةُ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمَهَا جُوَيْرِيَةَ وَكَانَ يَكْرَهُ أَنْ يُقَالَ: خَرَجَ مِنْ عِنْدِ برة. رَوَاهُ مُسلم
ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিবি ’’জুওয়াইরিয়াহ্’’-এর নাম ছিল ’’বাররাহ্’’। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর নাম পরিবর্তন করে ’’জুওয়াইরিয়াহ্’’ রেখেছিলেন। এজন্য যে, কেউ বলবে, আপনি ’’বাররাহ্’’ কথাটি তিনি খারাপ মনে করতেন।
(মুসলিম ১৬-(২১৪০), সিলসিলাতুস্ সহীহাহ্ ২১১, আল মুসতাদরাক ৬৭৮৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৮৯৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৮১।)
৩. আইরাহ (Airah / Ayra)
অর্থ: সম্মানিত, সমৃদ্ধ, শুভ, আশীর্বাদপ্রাপ্ত
কিছু ক্ষেত্রে ‘Aira’ অর্থ হয় বাতাস/হাওয়া, তবে “Ayra/Airah” সাধারণত “সম্মানিত/আশীর্বাদপ্রাপ্ত” অর্থে ব্যবহৃত হয়।
৪. জাহান (Jahan)
ফারসি মূল।
অর্থ: বিশ্ব, জগৎ, সমগ্র পৃথিবী, সারা দুনিয়া।
---
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
জুওয়াইরিয়াহ আলি সাওদাহ
নামের মধ্যে আলী নামটা দেখে মানুষের মধ্যে যদি ব্যক্তিটি পুরুষ এরকম কোন চিন্তা না আসে, সেক্ষেত্রে কোন মহিলার নাম এভাবে রাখা যাবে।
★আলিশবা জাহান সাওদাহ
আলিশবা নামটি ইসলামিক নাম না হওয়ায় উক্ত নাম হতে এ অংশটুকু পরিবর্তন করার পরামর্শ থাকবে।