আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি সদ্য MBBS পাশ করেছি , কয়েকদিন পর ইন্টার্নশিপ জয়েন করবো, এক্ষেত্রে হাসপাতালে আমাকে কমন ওয়াশ রুম ব্যবহার করে ওযু করতে হবে, অনেক সময় ফ্লোরে বসে যেতে হয় রোগীর পাশে।
ওযুর ক্ষেত্রে কমন ওয়াশ রুম থেকে নাপাক পানি ছিটিয়ে বোরকাতে লাগার সম্ভাবনা ই বেশি, আমার আশংকা এই নাপাকির ভয়ে আমার সালাতের খুশু খুযু বিঘ্নিত হবে, আর দীর্ঘ এক বছর এভাবে চললে যদি সালাতের পূর্ন স্বাদ ই হারিয়ে ফেলি ভয় হয়।
আমি যদি ডিউটির সময় গুলোতে এক কালারের শর্ট বোরকা গুলো (গোড়ালি থেকে ৫-৬ ইঞ্চি উপর পর্যন্ত) সাথে এক ই রং এর একদম ঢিলেঢালা পায়জামা পরি যাতে ঐ ৫-৬ ইঞ্চি ঢেকে থাকে। এতে কি আমার পর্দার বিধান লঙ্ঘন করা হবে? পায়জামার পুরোপুরি কি বোরকা দিয়ে ঢেকে ই রাখতে হবে?