আসসালামু আলাইকুম সম্মানিত উস্তাদ।
স্বামীর জুলুম এমন লেভেলে চলে গেছে যে তাকে কানের দুল দেয়া হয়নি বলে সে কয়েকদিন ধরেই মানসিক নির্যাতন করছে। স্ত্রীর ১৮ তারিখ ডেলিভারির ডেট সেই টাকা গোছায়নি উল্টা স্ত্রীর কাছেই চাচ্ছে।আগে আংটি ও চেইন দিয়েছে।
আজ স্ত্রীর উপর অনেক জোর করেছে,কামড় দিয়েছে,চুল ধরে টেনে,জোর করে আটকে রেখেছে নামজে যেতে দিবেনা,কয়েকদিন ধরে হুমকি দিচ্ছে সুইসাইড এর আজ নাকি লাশ আসবে এই কথা বলে বাসা থেকে বের হয়েছে।স্ত্রীর মাও এই বাসায় তবুও স্ত্রী তার মাকে এসব জানায়না সবর করার চেষ্টা করে,
এখন কি স্ত্রী এই কথাগুলো তার শশুরকে ও মাকে জানালে গীবত হবে,শশুরকে জানাতে গেলে মার ফোন দিয়েই জানাতে হবে যেহেতু স্ত্রীর ফোনে টাকা দেয়না। আর বলতে গেলে তো মা জেনে যাবে যেহেতু বাসায় এক রুমের মধ্যেই থাকে।
আর চেইন ও আংটির কথা বলতে বারন করেছে তা কি বলতে পারবে?উল্লেখ্য যে টাকা কিভাবে কোথায় খরচ করে আল্লাহই ভালো জানে সংসার ও স্ত্রী সন্তানের ভরনপোষণ এর প্রতি উদাসীন।