আসসালামু আ'লাইকুম, আমার ছেলে বাবুর এখন বয়স ২বছর ৭মাস+ , বাবুর চুল কাঁধের উপর মানে এখনও ঘাড় পর্যন্ত ই আছে, চুলের আগা বেশ বাঁকানো, টুপি পড়লে কান বাবরি মতো দেখা যায়। একজন বললেন, ইসলামে ছেলেদের দাড়ি ওঠার আগে বাবরি চুল রাখা নিষেধ, কারণ মেয়েদের সাদৃশ্য হয়! এবিষয়ে আমাদের জানা নেই, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে বালেগ ও নাবালেগ উভয়ের জন্য কি না জানতে চাই।
উল্লেখ্য: ছেলেকে কখনো মেয়ে সাদৃশ্য এমন কোন পোশাক বা সাজ আমি দিই না, চুলে ক্লিপ বা রাবার ও দেইনি, মাথায় টুপি বেশিরভাগ আর মাঝে মাঝে ক্যাপ পরে। এখন আমার কি করা উচিত হবে জানাবেন।