আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।কোন স্বামী স্ত্রী এমনিতে দুষ্টামি করে বা রাগ ভাঙ্গানোর জন্য যদি বলে স্বামী যদি বলে তুমার মুখ দেখলে বা তুমাকে দেখলে গুণাহ হবে নাকি। স্ত্রী যদি বলে হ্যা গুণাহ হবে এরকম বললে কি কোন সমস্যা হয়? স্ত্রী ও যদি স্বামীকে বলে তুমাকে দেখলে গুণাহ হবে নাকি স্বামীও যদি বলে হ্যা গুণাহ হবে তাহলে কি কোন সমস্যা হয়? স্ত্রীর যদি তালাকের পাওয়ার থাকে এমনিতে সাধারণ কথা বার্তা এভাবে বললে কি কোন সমস্যা হয়?