আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মহিলা যদি নিজের ক্ষতি করতে চায়।স্বামী যদি তাকে থামানোর জন্য বলে খুব খারাপ হবে কিন্তু। স্বামী ধরেন দূরে থাকে ফোনে বা মেসেজে কোনরকম স্ত্রীকে থামানোর জন্য বলতেছে।স্ত্রী যদি বলে কি করবা তালাক দিবা? স্বামী যদি বলে খারাপ কিছু বলিও না বা যদি বলে দিতে হলে দিব অথবা যদি বলে দিব।এরপর স্ত্রী যদি তবুও নিজের ক্ষতি করে স্বামী রাগে যদি বলে কথা বলিস না তুর সাথে কোন সম্পর্ক নাই এমনিতে নিয়ত ছাড়া যদি বলে।একটু পর বা আরো পরে আবার যদি ভালো হয়ে যায় তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হয়?? এমনিতে জানার জন্য।
এটা এমনিতে জানার জন্য ঠিক এমনটা একদম হুবহু হয়েছে কিনা জানি না, হয়ত হয় নি।এরকম একটা প্রশ্নের জবাবে তালাক হবে না বলেছিল এই সাইটে প্রশ্নট হুবহু এরকম কিনাও মনে নেই,ওটাও এমনিতে সন্দেহ নিয়ে হয়ত করা হয়েছিল প্রশ্ন । এটা নিয়ে চিন্তা আসতেছিল বা সন্দেহ আসতেছিল তাই আবার করেছি।