ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযে সতর খুলে যাওয়া সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5215
আ'মলে কাছির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/445
أعضاء عورة الرجل ثمانیة: ․․․ الثامن ما بین السرة إلی العانة مع ما یحاذي ذلک من الجنبین والظہر والبطن (شامي: ۳/۸۲، ۸۳ مطبوعہ مکتبہ زکریا دیوبند)، فالستر لیست من العورة درر (حوالہ بالا ص:۷۶)، ویمنع حتی انعقادہا کشف ربع عضو قدر أداء رکن بلا صنعہ من عورة غلیظة أو خفیفة علی المعتد والغلیظة قبل ودبر وما حولہما والخفیفة ما عدا ذلک من الرجل والمرأة (درمختار مع الشامی: ۲/ ۸۱، ۸۲)
(কিতাবুন নাওয়াযিল-৪/১৫৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সিজদাহ দিয়ে ওঠার সময় হাতের দুইপাশ দিয়ে সতর বের হয়ে গেছে কি না? চেক করার জন্য দুইহাত দিয়ে কাপড় হালকা টান দিলে নামায ফাসিদ হবেনা। যদি দ্রুত কাপড় টান দিতে দিতে দুই সিজদাহর মাঝে বসা সম্পন্ন হয়ে যায়(যেহেতু সময় খুব কম), এবং বসা অবস্থাতেও দুইহাতে হালকা নাড়াচাড়া করা হয়ে যায়, এরপরে আবার দুইহাত স্থির করে ফেলা হয়, তাহলেও সালাত ভাঙবে না। আবার সিজদা শেষ করে যখন শেষ বৈঠকে বসা হয় তখন মাথা সিজদা থেকে উঠাতে উঠাতে দ্রুত দুইহাতে কাপড় ঠিক করে ফেলা হলে নামাজ ভাঙবে না। স্থির হয়ে বসার সময়ও যদি কিছুটা হাত নাড়ানো চলতে থাকে, যদি তিন তাসবিহ পরিমাণ না হয়, তাহলে নামায ফাসিদ হবে না।