আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
ago in সালাত(Prayer) by (27 points)
edited ago by
আসসালামু আ'লাইকুম। আমি জানি যে সালাতের কোনো রুকনে একসাথে দুইহাত দিয়ে কাপড় ঠিক করলে সালাত ভাঙবে, কিন্তু দুই রুকনের মাঝে করলে ভাঙবেনা।
আমি একটা সিজদাহ দিয়ে ওঠার সময় হাতের দুইপাশ দিয়ে সতর বের হয়ে গেছে কীনা চেক করার জন্য দুইহাতে কাপড় হালকা টান দেই। তো যদি দ্রুত কাপড় টান দিতে দিতে দুই সিজদাহর মাঝে বসা সম্পন্ন হয়ে যায়(যেহেতু সময় খুব কম), এবং বসা অবস্থাতেও দুইহাতে হালকা নাড়াচাড়া করা হয়ে যায় এরপরে আবার দুইহাত স্থির করে ফেলা হয় তাহলে কি সালাত ভাঙবে? আবার সিজদা শেষ করে যখন শেষ বৈঠকে বসা হয় তখন মাথা সিজদা থেকে উঠাতে উঠাতে দ্রুত দুইহাতে কাপড় ঠিক করে ফেললে কি নামাজ ভেঙে যাবে? স্থির হয়ে বসার সময়ও যদি কিছুটা হাত নাড়ানো চলতে থাকে?

1 Answer

0 votes
ago by (731,280 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযে সতর খুলে যাওয়া সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5215

আ'মলে কাছির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/445

أعضاء عورة الرجل ثمانیة: ․․․ الثامن ما بین السرة إلی العانة مع ما یحاذي ذلک من الجنبین والظہر والبطن (شامي: ۳/۸۲، ۸۳ مطبوعہ مکتبہ زکریا دیوبند)، فالستر لیست من العورة درر (حوالہ بالا ص:۷۶)، ویمنع حتی انعقادہا کشف ربع عضو قدر أداء رکن بلا صنعہ من عورة غلیظة أو خفیفة علی المعتد والغلیظة قبل ودبر وما حولہما والخفیفة ما عدا ذلک من الرجل والمرأة (درمختار مع الشامی: ۲/ ۸۱، ۸۲)

(কিতাবুন নাওয়াযিল-৪/১৫৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সিজদাহ দিয়ে ওঠার সময় হাতের দুইপাশ দিয়ে সতর বের হয়ে গেছে কি না? চেক করার জন্য দুইহাত দিয়ে  কাপড় হালকা টান দিলে নামায ফাসিদ হবেনা। যদি দ্রুত কাপড় টান দিতে দিতে দুই সিজদাহর মাঝে বসা সম্পন্ন হয়ে যায়(যেহেতু সময় খুব কম), এবং বসা অবস্থাতেও দুইহাতে হালকা নাড়াচাড়া করা হয়ে যায়, এরপরে আবার দুইহাত স্থির করে ফেলা হয়, তাহলেও সালাত ভাঙবে না। আবার সিজদা শেষ করে যখন শেষ বৈঠকে বসা হয় তখন মাথা সিজদা থেকে উঠাতে উঠাতে দ্রুত দুইহাতে কাপড় ঠিক করে ফেলা হলে  নামাজ ভাঙবে না। স্থির হয়ে বসার সময়ও যদি কিছুটা হাত নাড়ানো চলতে থাকে, যদি তিন তাসবিহ পরিমাণ না হয়, তাহলে নামায ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...