আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আমি নার্সিং এর মিড ওয়াইফারি এর জন্য প্রস্তুতি নিচ্ছি,তাই আমি ব্যালেন্স করতে পারছি নাহ,একদিন দ্বীনের ইলম অর্জন কিছু অর্জন করলে তো অনেকদিন আবার করতে পারি নাহ,আবার দ্বীনের জন্য একটু বেশি পড়লে অবার দুনিয়ার ইলম কম হয়,,যেহেতু আমি এডমিশন এর জন্য প্রস্তুতি নিচ্ছি,,তাই প্রত্যেক দিন যদি আমি ব্যালেন্স করতে পারি তাহে আমার দুই ইলম অর্জন করতে পারব,

জেনারেল পড়ুয়াদের জন্য তার পরিবার থেকে প্রথম বাধা আসে,তাই কোন সময় দ্বীনের ইলম,কোন সময় দুনিয়ার ইলম অর্জন করবো? যাতে পরিবার না বুঝে যে আমি দ্বীনের ইলম অর্জন করছি,যদি ২ দুনিয়ার ইলম অর্জন করি তাহলে এত বাধা আসবে নাহ,,তারা বেশি রেগে যায় আমি যখন দুনিয়ার ইলম অর্জন করি নাহ,,
by (1 point)
 দয়া করে একটু জানান প্লিজ,নাহলে সহজে দূরে সরে যাবো ইলম অর্জন না করার কারণে,,জাযাকাল্লাহু খয়রান,

1 Answer

0 votes
ago by (86,190 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/11294/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে,

হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত,নবীজী সা. বলেন,

ﻋﻦ ﺃﻧﺲ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚٍ ﻗَﺎﻝَ : ﻋﻦ ﺍﻟﻨﺒﻲِّ ﺻﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋﻠﻴﻪِ ﻭﺳﻠَّﻢ ﺃﻧﻪ ﻗﺎﻝَ : ( ﻃَﻠَﺐُ ﺍﻟﻌِﻠْﻢِ ﻓَﺮِﻳْﻀَﺔٌ ﻋَﻠَﻰْ ﻛُﻞِّ ﻣُﺴْﻠِﻢٍ ) . ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ( 224  .

রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন, দ্বীনি জ্ঞানার্জন প্রত্যেক মুসলমানের উপর ফরয।

,

ফাতাওয়ায়ে শামীতে আছে  

وَفَرْضٌ عَلَى كُلِّ مُكَلَّفٍ وَمُكَلَّفَةٍ بَعْدَ تَعَلُّمِهِ عِلْمَ الدِّينِ وَالْهِدَايَةِ تَعَلُّمُ عِلْمِ الْوُضُوءِ وَالْغُسْلِ وَالصَّلَاةِ وَالصَّوْمِ، وَعِلْمِ الزَّكَاةِ لِمَنْ لَهُ نِصَابٌ، وَالْحَجِّ لِمَنْ وَجَبَ عَلَيْهِ وَالْبُيُوعِ عَلَى التُّجَّارِ لِيَحْتَرِزُوا عَنْ الشُّبُهَاتِ وَالْمَكْرُوهَاتِ فِي سَائِرِ الْمُعَامَلَاتِ. وَكَذَا أَهْلُ الْحِرَفِ،

প্রত্যেক মুকাল্লাফ-মুকাল্লাফাহ (আক্বেল-বালেগ নর-নারী) এর উপর দ্বীনের প্রয়োজনীয় জ্ঞানার্জনের পর ফরয হচ্ছে, ওজু, গোসল, নামায এবং রোযা, এর জ্ঞান অর্জন করা এবং নেসাবপ্রাপ্ত মালের মালিকের উপর যাকাতের জ্ঞান অর্জন করা এবং যার উপর হজ্ব ফরয, তার জন্য হজ্বের বিধি-বিধান অর্জন করা এবং ব্যবসায়ীদের উপর ব্যবসা সম্পর্কিত জ্ঞান অর্জন করা। এজন্য ফরয, যাতে তারা উক্ত বিষয় সম্পর্কিত বিভিন্ন অস্পষ্টতা, সন্দেহ ও অপছন্দনীয় দিবসসমূহ থেকে অনায়াস বেছে থাকতে পারে। ঠিকতেমনিভাবে পেশাজীবীদের জন্য সংশ্লিষ্ট পেশা সম্পর্কে জ্ঞানার্জন করা ফরয।

,

ফরযে আইন ইলম হলো:

আল্লাহর ফরয হুকুমকে ঠিক ঠিক ভাবে অনুসরণ করতে এবং নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে যত বিষয় সম্পর্কে যতটুকু ইলমের প্রয়োজন ততটুকু ইলম শিক্ষা ফরয। যেমন, নামায আল্লাহর ফরয বিধান, নামায পড়ার জন্য পবিত্রতা অর্জন শর্ত। তাই পবিত্রতার ইলম অর্জন ফরয। ঠিক তেমনি কেরাত ফরয, তাই কেরাত শিক্ষা ফরয। ঈমান আনয়নের জন্য শিরক মুক্ত হয়ে মনেপ্রাণে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা ও তার বিধি-বিধান কে মান্য ফরয। তাই এ সম্পর্কীয় ইলম অর্জন ফরয এবং রোযা আল্লাহর ফরয বিধান। রোযা রাখতে হলে তার করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ ইলম অর্জন ফরয। অর্থাৎ যতটুকু ইলম হলে রোযাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখা যায়, ততটুকু পরিমাণ ইলম অর্জন ফরয। ইত্যাদি ইত্যাদি।

,

আরো জানুনঃ

https://ifatwa.info/3709/

https://ifatwa.info/3782/

.

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

.

আপনি পুরো দিনের একটি রুটিন বানিয়ে নিবেন। অত:পর সেই অনুযায়ী লেখা-পড়া করবেন। এর মধ্যে কিছু সময় দ্বীনী ইলম অর্জন করার জন্য রাখবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...